শিরোনামঃ-

» সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২১ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সিলেট ব্রহ্ম মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নিলেন্দ্র ভূষণ দে: অনুপের সভাপতিত্বে ও জ্যোতিষ দত্ত’র পরিচালনায় সভায় সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিবৃন্দ ও পুজাবীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ইউনিয়ন পরিষদ পূজা উদযাপন কমিটির প্রতিনিধিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এবারে সদর উপজেলায় ৮৫টি পূজা মন্ডপ দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে সবাই আগত বিভিন্ন পূজা মন্ডপের পুজারীবৃন্দ একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন।

আসন্ন শারদীয় দূর্গাপূজায় শান্তি পূর্ণবাবে পালনের লক্ষে দিক নির্দেশনা বক্তব্য প্রধান করেন, সদর উপজেলা শাখার সভাপতি নিলেন্দু ভূষণ দে: অনুপ’র সহধর্মীনি ও করোনা মহামারীতে সকল মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার্থে ১মিনিট দাড়িয়ে প্রার্থনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, কানাই লাল বিশ্বাস, নান্টু সিংহ, গোপাল কৃষ্ণ দাস, সুজন দেব, জীবন কৃষ্ণ গোস্বামী, লিটন পাল, বাম মহালি, বিরেশ দেব নাথ, মনোরঞ্জন বিশ্বাস, লিটন দেব নাথ, মিলন উরাং, জয়ন্তী বালা দেবী, জিতেশ সবর, আনন্দ সমাদ্দার, লিটন কর, অপু দেব।

উপস্থিত সভায় সভাপতি এবারের দূর্গা পূজায় নম্বা মোগ্য ভাব পাশ্বীর্ম্য বজায় রেখে সকল অনুষ্ঠান পালনের আহ্বান জানান এবং প্রত্যেক পুজারীবৃন্দকে পুজায় মনিটরিং সেলের সাথে যোগাযোগ রাখার জন্য বলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৬ বার

Share Button

Callender

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930