শিরোনামঃ-

» পীর হাবিবুর রহমান পাঠাগার এর সাইনবোর্ড অপসারণ করার মাধ্যমে ধৃষ্টতা দেখালো সিসিক : সালেহ আহমদ

প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ
সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জনকে সমুন্নত রাখার স্বার্থেই ভাষা সৈনিক পীর হবিবুর রহমান পাঠাগার কার্যক্রম চালু করতে হবে।

দেশে যখন পাঠাগার আন্দোলন বেগবান করার মাধ্যমে আগামী প্রজন্মেও চিন্তা চেতনাকে সমৃদ্ধ করার প্রচেষ্টা চলছে, ঠিক সেই সময়ে সিলেটে পীর হবিবুর রহমান পাঠাগার এর সাইনবোর্ড অপসারণ করার মাধ্যমে ধৃষ্টতা দেখালো সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

তিনি বলেন, ইতোমধ্যে এই ইস্যুতে দেশে-বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টিহয়েছে। দেশেরশীর্ষ বুদ্ধিজীবী ছাড়াও প্রগতিশীল আন্দোলনের শীর্ষ নেতৃত্ব এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

একই সাথে সাইনবোর্ড পুন:স্থাপন সহ পাঠাগারের পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুত চালু করার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

সালেহ আহমদ শনিবার (৪ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সম্মিলিত সামাজিক আন্দোলন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বক্সী ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব দেবব্রত রায় দিপনের পরিচালনায় নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি সিলেটের বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিষ্টার আরশ আলী, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীর, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা আহবায়ক মুকির হোসেন চৌধুরী, ঐক্য ন্যাপ সিলেট জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, গনতন্ত্রী পার্টির সিলেট জেলা সেক্রেটারী জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন, সহযোগী অধ্যাপক কবি জান্নাত আরা খান পান্না, হিন্দু পরিষদ সিলেট জেলা সহসভাপতি দিপক রায়, মহানগর সহসভাপতি মলয় তালুকদার, সাবেক ছাত্রনেতা ফজলু মিয়া, কলামিষ্ট অমিতা বর্ধন, সংগঠক হীরা লাল রায়, এমএইচ আদর ও কবি মিসবাহ জামিল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930