শিরোনামঃ-

» রাজা ম্যানশন দোকান মালিকদের জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩. জুন. ২০২১ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতিকালে ভূমিকম্প সংগঠিত হওয়ায় সিলেটের ঐতিহ্যবাহী রাজা ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলেট সিটি কর্পোরেশন। সিলেটের অন্যান্য মার্কেটের সাথে রাজা ম্যানশনকেও সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের নির্দেশে বন্ধ ঘোষণা করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ জুন) রাতে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে রাজা ম্যানশন দোকান মালিকদের জরুরী সভা অনুষ্ঠিত হয়।

রাজা ম্যানশনের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ২ বারের সিটি কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মাহবুবুল আলম মিলনের পরিচলনায় সভায় বক্তব্য রাখেন, মনির উদ্দিন চৌধুরী, আব্দুল মালেক মাস্টার, শাহ মো. মতছির আলী, আবুল বসর, খলিলুর রহমান, তৈয়বুর রহমান নাবু, সাংবাদিক ফয়জুর রহমান, প্রফেসর আব্দুল লতিফ, ওবায়দুল হক, চৌধুরী মাছুম, লোকমান চৌধুরী, এম. এ. হাফিজ চৌধুরী, আনোয়ার রশীদ, আনোয়ার বখত বুলু, মবশ্বির আলী, আব্দুল খালিক, হেলাল উদ্দিন মুনশি প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ সাজুল ইসলাম হাসান।

সভায় বক্তারা বলেন, ২০১৬ইং সালে মার্কেটের সম্মুখভাগের সিড়ির ৩টা কলাম ফাটল দেখা দিলে সিলেট সিটি কর্পোরেশন তখন রাজা ম্যানশকে ঝুঁকিপূর্ণ বলে নোটিশ প্রদান করে। সেই সময় ইঞ্জিনিয়ার বসন্ত কুমার সিনহার পর্যবেক্ষণে ঐ ফাটল নিরসনপূর্বক মার্কেট আর ঝুঁকিপর্ণ নয় বলে রিপোর্ট প্রদান করেন।

সেই রিপোর্ট আমরা সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে পাঠিয়ে দেই। সম্প্রতি ভূমিকম্প সংগঠিত হওয়ার পর মার্কেটের কোন ফাটল বা ক্ষয় ক্ষতি হয় নাই। তারপরও আমরা দেশের প্রখ্যাত কোন ইঞ্জিনিয়ারিং ফার্ম এর মাধ্যমে পূণরায় মার্কেট রক্ষণে নতুন করে মার্কেট পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরী করার সর্বসম্মত মত প্রকাশ করা হয় এবং সিলেট সিটি মেয়র মার্কেট খুলে দেওয়ার জন্য দোকান মালিকদের পক্ষ থেকে একটি টিম মেয়রের সাথে সাক্ষাত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930