শিরোনামঃ-

» সিলেট বিল্ডিং নির্মাণ শ্রমিক উন্নয়ন সংস্থার ইফতার বিতরণ

প্রকাশিত: ০৭. মে. ২০২১ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

করোনাকালীন আয়ের সুযোগ কমে যাওয়ায় অনেকে অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে, রমজান মাসে দ্রব্যমূল্যর উর্ধ্বগতির ফলে সমাজের দরিদ্র মানুষগুলো জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন।

তবে, এ পরিস্থিতি ইফতার বিতরনের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে সিলেট বিল্ডিং নির্মাণ শ্রমিক উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ। ফলে, দরিদ্র জনগোষ্ঠীরা অনেকটাই উপকৃত হয়েছে।

শুক্রবার (৭ মে) সিলেট নগরীর মদিনা মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে প্রায় তিন শতাধিক অসহায়, দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন, সিলেট বিল্ডিং নির্মাণ শ্রমিক উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।

এই মহতি উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট বিল্ডিং নির্মাণ শ্রমিক উন্নয়ন সংস্থার উপদেষ্টা জগদীশ চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সিলেট বিল্ডিং নির্মাণ শ্রমিক উন্নয়ন সংস্থার উপদেষ্টা নাজমুল আলম রুমেন।

সুফলভোগী একজন বলেন, সিলেট বিল্ডিং নির্মাণ শ্রমিক উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের ইফতার কার্যক্রমে আমরা খুবই উপকৃত হয়েছি। আগামীতেও তারা এ ধরণের কার্যক্রম ধরে রাখবে বলে আশা করি।

সিলেট মহানগরী আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ চন্দ্র দাস বলেন, সিলেট বিল্ডিং নির্মাণ শ্রমিক উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের এই মহতি কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। জাতির জনকের কন্যা শেখ হাসিনার উৎসাহে সবাই অসহায় মানুষের পাশে এগিয়ে আসছেন। আগামীতেও সবাইকে সমাজের যে কোন প্রয়োজনে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি।

ইফতার বিতরণ এ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমেদ তারেক, সাংগঠনিক সম্পাদক জহির ইসলাম, সিলেট বিল্ডিং নির্মাণ শ্রমিক উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক সামিউল ইসলাম, সহ সভাপতি সাহেদ আহমদ, মতিন মিয়া, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক লুতফুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন, কোষাধ্যক্ষ উসমান বেপারী, দপ্তর সম্পাদক দুলাল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মো. জামাল খান, কার্যকরী সদস্য মোজাম্মেল হক, হোসেন বেপারী, বাবলু খান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930