শিরোনামঃ-

» ওসমানী জাদুঘর পরিদর্শনে পদস্থ সেনা কর্মকর্তাবৃন্দ

প্রকাশিত: ২২. মার্চ. ২০২১ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর পরিদর্শন করলেন বাংলাদেশ সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী, নাইজেরিয়া সেনাবাহিনী, সৌদি আরব সেনাবাহিনী সহ ৫টি দেশের পদস্থ সেনা কর্মকর্তাবৃন্দ।

সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানিকভাবে ওসমানী জাদুঘর পরির্দশন করেন পদস্থ এই সেনা কর্মকর্তাবৃন্দ।
ওসমানী জাদুঘরে পৌঁছালে জাদুঘরের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান ও বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, রোটারিয়ান হেপী বেগম এবং সহকারী শিক্ষক রুনা সুলতানা সেনাবাহিনীর পরিদর্শক টিমকে স্বাগত জানান।
সেনাকর্মকর্তা টিমের নেতৃত্ব দেন, রিয়ার এডমিরাল মঈনুল হক এনপিপি, পিএসসি এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. ফায়জুর রহমান এসজিপি, পিএসসি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল রেজওয়ান পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল ইমরান পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মো. হাকিমুজ্জামান পিএসসি, ব্রিগেয়িার জেনারেল মনজুরুল আলম পিএসসি, কমোডর এম মকসুদ আলম পিএসসি, বিএন, এয়ার কমোডর মো. মামুনুর রশিদ পিএসসি, এয়ার কমোডর মো. রেজা এমদাদ খান পিএসসি, যুগ্ম সচিব মো. মিজানুর রহমান, যুগ্ম সচিব কামরুজ্জামান, যুগ্ম সচিব আশরাফ আহমেদ, প্রোগাম সমন্বয়কারী স্কোয়াডন লিডার মো. শাহপরান এবং আন্তর্জাতিক সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কমোডর জয় বেদী (ভারত), এয়ার কমোডর দেবেন্দ্র হিরানী (ভারত), কর্নেল আবদুল ওয়াহিদো জাবাব (নাইজার), ক্যাপ্টেইন একুমা রাফায়েল একুমা (নাইজেরিয়া), ক্যাপ্টেইন আই শেও (নাইজেরিয়া) প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৪ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031