শিরোনামঃ-

» দুই দিনের সফরে সিলেট এসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ২০. মার্চ. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেটে দুই দিনের সফরে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন,  সিলেট  জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিত সিং, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এনামুল হক সরদার, ​সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যাক্ষ শাহেদ আহমদ, ছাত্রলীগ নেতা এ কে এম বাছিত তুহিন প্রমুখ।
মন্ত্রী শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পরে গোয়াইনঘাটের রাধানগর, জাফলং মামার দোকানের রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করবেন।
বেলা ২টায় মন্ত্রী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নস্থ লক্ষ্মীপ্রসাদ কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন করবেন। বিকেল ৪টায় মন্ত্রী রামনগর, রাতারগুল রাস্তার উদ্বোধন করবেন।
এদিন বিকেল ৫টায় নন্দীরগাও ইউনিয়নে দরিদ্র ও ভূমিহীনদের ১০০ ঘর নির্মানের স্থান পরিদর্শন করবেন। পরে সন্ধা ৭টা ৪০ মিনিটে মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
সফরকালে মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর এবং মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930