» সিফডিয়া’র সাংবাদিক প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশিত: ১২. মার্চ. ২০২১ | শুক্রবার

সাংবাদিকতায় সিলেটের শতবর্ষের ঐতিহ্য রয়েছে : জুলিয়া যেসমিন মিলি

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের বিভাগীয় তথ্য অফিসের পরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেছেন, সাংবাদিকতায় সিলেটের শতবর্ষের ঐতিহ্য রয়েছে।

এ অঞ্চলের সাংবাদিকদের একটি অন্যতম বৈশিষ্ট তারা নীতি-নৈতিকতা বিসর্জন দেননা। সেই ধারাবাহিকতায় সিলেটের নতুন প্রজন্মের সাংবাদিকদেরকে গড়ে উঠতে হবে। একই সাথে তরুণ সংবাদকর্মীদেরকে পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে।

গণমাধ্যম ও সমাজ উন্নয়নমুলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস-মিডিয়া (সিফডিয়া)-এর উদ্যোগে আয়োজিত ২দিন ব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার (১২ মার্চ) সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সিফডিয়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে লন্ডন-বাংলা চেম্বার অব কমার্স-এর ডাইরেক্টর (ফাইন্যান্স) মনির আহমদ, লেখক-সাংবাদিক সেলিম আউয়াল বক্তব্য রাখেন।

সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিফডিয়ার সভাপতি অধ্যাপক শেখ মো. আবদুর রশীদ, আলোচনায় অংশ নেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশন-সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, সাংবাদিকতায় বর্তমানে নতুন নতুন মাধ্যম সংযোজিত হচ্ছে, কিন্তু অনেক সময় এ সকল মাধ্যমের অপব্যবহার হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্যে প্রতিটি সংবাদকর্মীকে নিজেদেরকে জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তুলতে হবে। তাহলেই সাংবাদিকরা যথার্থ ভূমিকা পালন করতে পারবেন।

কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল কাদের তাপাদার, দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৭১ টিভির সিলেট অফিসের প্রধান ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ডেইলি স্টারের ফটো জার্নালিস্ট ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার নূর আহমদ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আমির আহমদ। ২ দিনের কর্মশালায় ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930