শিরোনামঃ-

» লেখক ও সাংবাদিক মুশতাক ও মুজাক্কির হত্যার প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

শহীদ জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সরকারি ষড়যন্ত্র বন্ধ এবং লেখক ও সাংবাদিক মুশতাক আহমদ ও সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।

শনিবার (৬ মার্চ) বিকেলে মিরের ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ করে।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।

মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সদস্য কামাল হাসান জুয়েল, জেলা বিএনপির সাবেক সদস্য ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম রাজ্জাক রুমেল, সৈয়দ খিজির হোসেন এনু, দেলোয়ার হোসেন চৌধুরী, আলী আকবর খান, রফিকুল ইসলাম, রিয়াজ আহমদ, হেদায়েত উল্লাহ হিরণ, ইসমে আজম শিহাব, দেওয়ান জাকির হোসেন খান, আবু আহমদ আনসারি, মুমিনুর রহমান তানিম, মানিকুর রহমান মানিক, দেওয়ান রেজা মজিদ, লুৎফুর রহমান, মাসুদ আহমদ কবির, জুনেল আহমদ, আজিজুর রহমান আজিজ, মালেক আহমদ, আফসর খান, সৈয়দ শহীদ হোসেন সাবু, মুমিনুল হক রাহি, আলতাফ হোসেন টিটু, কামরান হোসেন হেলাল, বুরহান উদ্দিন রাহেল, ছালেক আহমদ, শফিকুর রহমান, রুবেল বক্স, সৈয়দ আমির আলী, ফাহিম আহমদ চৌধুরী, খন্দকার মনিরুজ্জামান মনির, নাজিম উদ্দিন, শেখ আব্দুল মনাফ, লিপু গণি, শওকত আলী জীবন, আমজাদ হোসেন, ফাহিম খান, চমক দে পল্লু, মিজানুর রহমান পাবেল, আবুল কালাম শাহেদ, রাসেল আহমদ খান, জাহেদ আহমদ, প্রভাষক মাকসুদ আলম, কয়েছ আহমদ, রিপন আহমদ চৌধুরী, আজিজ খান সজিব, কামাল আহমদ, নুরুল ইসলাম রুহুল, গোলাম রব্বানী, আরমান আহমদ, তারাব আলী লিটন, বাইন উদ্দিন, আব্দুল আমিন, ফারুক আহমদ, সাজ্জাদ হোসেন আরমান, রায়হান আহমদ, রায়হান উদ্দিন রাজু, রেজাউল করিম মাসুম, সুলেমান আহমদ চমন, সায়েম আহমদ রনি, আসাদ উদ্দিন, ফারুক আহমদ, জসিম উদ্দিন, মাহমুদুল হাসান সাগর, আশিকুর রহমান আশিক, আব্দুল মুনিম, শাহেদ আহমদ, জুয়েল রানা, মোস্তাক আহমদ, শামসু ইসলাম, তারেক মনোয়ার, মেজ আহমদ, রিপন আহমদ, ইউছুফ হোসাইন মান্না, কদম আলী, মাসুদ আহমদ, সদাগর সদা, রাজু আহমদ, জসিম আহমদ, হৃদয় আহমদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, সরকার একনায়কতন্ত্র পাকাপুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ডিজিটাল নির্যাতন চালিয়ে মানুষকে মেরে ফেলছে। লেখক ও সাংবাদিক মুশতাক আহমদই তার জ্বলন্ত প্রমাণ। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন চালিয়ে কারাগারেই তাকে হত্যা করা হয়। তিনি বারবার জামিন চেয়েও জামিন পাননি।

তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালিতে নিহত হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তরুণ এ সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930