শিরোনামঃ-

» জাতির জনকের জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি : শফিউল আলম চৌধুরী নাদেল

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২০ | শনিবার

ডেস্ক নিউজঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি।

বাঙলার শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করেছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং এ দেশকে স্বাধীন করেছিল। তিনি বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ চলছে। এই কাজে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

শফিউল আলম চৌধুরী নাদেল শনিবার (২৯ আগষ্ট) ‘শোক হোক শক্তির দিন’-এ মূলমন্ত্রকে সামনে রেখে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ময়মনসিংহ শহরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম টাউনহলে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন- আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হক খোকা।

বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, সহ-সভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, মোমতাজ উদ্দিন মন্তা, ফারুক আহমেদ খান, অ্যাডভোকেট বদর আহমেদ, অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, সাদেক খান মিল্কি টজু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এমএ কুদ্দুস, শওকত জাহান মুকুল, দফতর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফকরুল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম আব্দুর রফিক, তথ্য ও গবেষণা অ্যাডভোকেট আইনুল হক, ত্রাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, ধর্ম বিষয়ক অ্যাডভোকেট আব্দুল গফুর খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক আহসান মোহাম্মদ আজাদ, বন ও পরিবেশ বিষয়ক শিব্বির আহমেদ চৌধুরী মিরন, বিজ্ঞান ও প্রযুক্তি আবুল কালাম রাসেল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, শিক্ষা ও মানব সম্পদ অধ্যাপিকা তাসলিমা বেগম, শিল্প ও বাণিজ্য আব্দুর রফিক, শ্রম বিষয়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক বিষয়ক মোস্তাফিজুর বাশার ভাসানী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক ডা. মমিনুর রহমান জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী আকন্দ, ড. সামিউল আলম লিটন ও শরীফ হাসান অনু, উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান ডেভিট, নির্বাহী সদস্য ফিরোজ আহমেদ, ড. সেলিনা রশিদ, এ.কে.এম সাজ্জাদ হোসেন শাহীন, মো. গোলাম মোস্তফা, এমদাদুল হক মন্ডল, অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ, শাহ কুতুব চৌধুরী, অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, লুৎফুন নাহার বেগম লাকী, কৃষিবিদ নজরুল ইসলাম, মো. তারিকুল হাসান তারেক, হাবিবুর রহমান হাবিব, ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট আশরাফুল হক জজ, ত্রিশালের মেয়র এবিএম আনিছুজ্জামান আনিস, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ শওকত উসমান লিটন, শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, মহানগর যুবলীগের আহ্বায়ক মো. শাহিনুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি মো. আব্দুর রহিম মিন্টু, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা ভিপি বাবুল, মহানগর কৃষকলীগের সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম রায়হান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপিকা দিলরুবা সারমীন, সহ-সভাপতি নুর জাহান মিতু, সাংগঠনিক সম্পাদক স্বপ্না সরকার, শ্রমিকলীগ নেতা মো. রাকিবুল ইসলাম শাহীন, যুবলীগ নেতা গোলাম মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা মো. আব্দুল্লাহ আল মামুন আরিফ এছাড়াও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক নিরাপত্তা বজায় রেখে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031