শিরোনামঃ-

» রোটারিয়ানরাই সুখি সমৃদ্ধ ও শান্তপ্রিয় বিশ্ব গড়ার হাতিয়ার : লে.কর্ণেল (অব:) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২০ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ
রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর আইপিডিজি লে.কর্ণেল (অব:) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেছেন, রোটারী সম্ভাবনার সৃষ্টি করে। জীবনে প্রতিষ্ঠা পেতে সম্ভাবনাকে কাজে লাগাতে লক্ষ্য নির্ধারণ করতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া জীবনকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। রোটারী বিশ্বের মানুষকে সম্ভাবনা দেখায়, স্বপ্ন দেখায়।

রোটারীর সম্ভাবনাকে কাজে লাগাতে রোটারিয়ানরা কাজ করেন। তাই রোটারিয়ানরাই সুখি সমৃদ্ধ ও শান্তপ্রিয় বিশ্ব গড়ার হাতিয়ার। রোটারী প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার কল্যাণে কাজ সমগ্র রোটারিয়ানদের মানবতাবোধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানায়।

তিনি রোটারী ক্লাব অব সিলেট সিটি’র উদ্যোগে শনিবার (২৯ আগষ্ট) বেলা ১১টায় সিলেট নগরীর ওসমানী আইডিয়াল স্কুল হলরুমে আয়োজিত ঈদ পূর্ণমিলনী, মাস্ক বিতরণ ও শিক্ষা সহায়তা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

রোটারী ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটাঃ তানিয়া আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিপিএল ফিরোজা রহমান, এসাইন এসি: গর্ভনর রোটাঃ অংশুমান ভট্টাচার্য্য, ফাষ্ট এসিসস্ট্যান্ট গর্ভনর রোটাঃ হানিফ মোহাম্মদ, পিডিটি রোটাঃ মিজানুর রহমান, ফাষ্ট এসিসস্ট্যান্ট গর্ভনর রোটাঃ এমএ ওয়াদুদ আল মামুন।

বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট সিটি’র আইপিপি রোটাঃ একেএম কামারুজ্জামান মাসুম, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি, রোটাঃ নুরুর রহমান, রোটাঃ আশরাফ হোসেন, ওসমানী আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান বাহা উদ্দিন সেলিম, ভাইস প্রিন্সিপাল নাজমুস নাহিদ, সিলেট আইডিয়াল কলেজের উপাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, রোটাঃ আহসান হাবিব।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহতাসিম তাহমিদ শায়ান, ইনভোকেশন পাঠ করেন রোটাঃ এস এ শফি।

অনুষ্ঠানে ৫জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ওসমানী আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এবং সিলেট আইডিয়াল কলেজের অধ্যক্ষের হাতে মাস্ক এর প্যাকেট তুলে দেন প্রধান অতিথি লে.কর্ণেল (অব:) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031