শিরোনামঃ-

» সিলেটে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২০ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (২৮আগষ্ট) বিকাল ৪টায় সিলেট নগরীতে একটি অভিজাত হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক যূগ্ন সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যূগ্ন আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যূগ্ন আহবায়ক মওদুদুল হক মওদুদ, সিলেট জেলা বিএনপির সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম কাদির, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন, বিএনপি নেতা হাবিবুর রহমান রুমেল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাহুল কবির মিফতা ও জয়নাল আবেদীন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আমির হাসান শামীম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যূগ্ন সাধারণ সম্পাদক আজিজুল হোসেন আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা ও ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা দেওয়ান নিজাম খাঁন।

শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যূগ্ন আহবায়ক লাহিন চৌধুরীর সভাপতিত্বে ও খাদিম পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিদ্দেক আলীর পরিচালনায় বক্তারা বলেন, শফিউল বারী বাবু অসময়ে চলে যাওয়ায় দলের অপুরনীয় ক্ষতি হয়ে গেল।গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার বিরোধী সংগ্রাম থেকে বর্তমান ফ্যাসিস্ট একনায়কতান্ত্রীক সরকারের বিরুদ্ধে তিনি নিষ্ঠার সহিত আন্দোলন চালিয়ে গেছেন। দল আজ তাকে কৃতজ্ঞতার সহিত স্মরন করছে।

বক্তারা মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সভায় সাম্প্রতিক কালে করোনা মহামারিতে যে সকল নেতা কর্মীরা মৃত্যু বরন করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয় ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় কেন্দ্রীয় সহ ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এর বড় ভাই বিশিষ্ট কবি অধ্যাপক আব্দুল হান্নান এর মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী সহ সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ূ জীবন ও সুস্থাতা কামনা করে এক মোনাজাত অনুষ্টিত হয়। মোনাজাত পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মামুনুর রশীদ সোহেল।

হাফিজ আশরাফুল ইসলাম এর কোরাআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, আবুল কালাম, আক্তার মিয়া, সাজেদুল করিম শাহীন, ফয়ছল আহমদ, মখলিস মিয়া, খোকন মিয়া, গোলাম মস্তফা সুমন, শায়েস্তা আহমেদ, হেলাল আহমদ, আনোয়ার হোসেন, খিদির আলী, সুলতান আহমদ, পাপলু আহমদ, সুমন আহমদ, কুদ্দুস আহমদ, হেলাল আহমদ, ফারুক আহমদ, সাদেক হোসেন, নোমান আহমদ, আব্দুল জলিল সাবের, জালাল আহমদ, লায়েক আহমদ, রুহেল আহমদ, কাওছার, লিমন, শহিদ, রিপন, মুরাদ, খসরু, শাকিল, সুমন, মিজান প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031