শিরোনামঃ-

» নির্মাণ শ্রমিকদের ৭ দফা দাবিতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২০ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে করোনা মহামারীতে বেকার হয়ে যাওয়া নির্মান শ্রমিকদের আর্থিক প্রণোদনা, শ্রমিকদের জন্য রেশনিং চালু, সিলেটের শ্রম আদালতের পূর্নাঙ্গ কার্যক্রম চালু সহ ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৫টা আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্টের নেতা শাজাহান আহমেদের সভাপতিত্বে ও মামুন বেপারির সঞ্চলনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, সাবেক ছাত্রনেতা পাপ্পু চন্দ, শ্রমিকনেতা শফিকুল ইসলাম কাজল, নির্মাণ শ্রমিক ফ্রন্ট নেতা কবির মিয়া, ইয়াওয়ার হোসেন, জিয়া, সাকিব আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরাই আধুনিক সভ্যতা নির্মাণের কারিগর। কিন্তু সভ্যতার আলো থেকে বঞ্চিত নির্মাণ শ্রমিকরা। একদিকে অস্বাস্থ্যকর-অপ্রতুল পরিবেশে নির্মান শ্রমিকদের বসবাস। অন্যদিকে কর্মস্থলে নেই নিরাপত্তামূলক ব্যবস্থা।

বক্তারা, করোনা মহামারীতে বেকার হয়ে যাওয়া শ্রমিকদের আর্থিক প্রণোদনা, শ্রমিকদের জন্য রেশনিং চালু, কর্মস্থলে নিরাপত্তামূলক ব্যবস্থা চালু, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, সিলেটে শ্রম আদালতের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু সহ ৭দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031