শিরোনামঃ-

» পিএইচ এফ হলেন রোটারিয়ান শামীম আহমদ

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২০ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

রোটারি ক্লাব অব সিলেট সাউথ এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শামিম আহমদ পল হেরী ফাউন্ডেশনে পল হেরী ফাউন্ডার হলেন। রোটারী আন্তর্জাতিকের একটি ই-মেইলে এ তথ্য জানানো হয়। রোটারিয়ান শামীম আহমদ এর আগে আরএফএসএম এবং পরে পিএইচএফ হন।

উল্লেখ্য শামিম আহমদ ২০১৫-১৬ রোটাবর্ষে রোটারি ক্লাব অব সিলেট সাউথে যোগদানের পর বিশ্বের বিভিন্ন দেশে রোটারি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ গ্রহন করেন। তিনি আমিরিকা, কানাডা, আষ্ট্রলিয়া, লন্ডন, জাপান সহ পৃথিবী ১৮টি দেশ ভ্রমন করেছেন। ছাড়াও তিনি বিভিন্নি সামাজিক কযক্রমে অংশ নেন। (মাল্টিপল পল হ্যারিস ফেলো) হয়েছেন।

জানা যায়, বর্তমানে পৃথিবীর তৃতীয় বৃহত্তম আর্থিক ফান্ড ‘দি রোটারী ফাউন্ডেশন’ ১৯১৭ সালে তৎকালীন রোটারী আন্তর্জাতিকের প্রেসিডেন্ট রোটারিয়ান আর্ক সি. ক্লাম্প গঠন করেন। এরপর থেকে শতবর্ষে সারা পৃথিবীর রোটারিয়ানদের অনুদানে রোটারী ফাউন্ডেশন বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে বিশ্বের দরিদ্র ও অসহায় মানুষের সেবা করে আসছে।

আর এই ফাউন্ডেশনে বিভিন্ন অঙ্কের দানকারীদের বিভিন্নভাবে পদবী দেয় রোটারী ইন্টারন্যাশনাল। মাত্র ১ হাজার ডলার এই ফান্ডে জমা দিলে তাকে পিএইচএফ পদবী দেয়া হয়। ২ হাজার বা তদুর্ধ্ব ডলার প্রদান করলে এমপিএইচএফ এবং ১শ’ ডলার দিলে আরএফএসএম পদবী প্রদান করা হয়। রোটারী ক্লাবের সাথে জড়িত নন এমন ব্যক্তিরাও ঐ ফান্ডে অনুদান দিতে পারেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031