শিরোনামঃ-

» নিউইয়র্কে নেই কার্ফ্যু, নেই লকডাউন

প্রকাশিত: ০৮. জুন. ২০২০ | সোমবার

নিউইয়র্ক থেকে এমদাদ চৌধুরী দীপুঃ

নিউইয়র্কে করোনা শনাক্ত ৪ লাখ ছুইছুই। তাতে কী! নেই লকডাউন। নেই কার্ফ্যু।

শনিবার (৬ জুন) ৬০ লাখ লোকের টেস্ট হচ্ছে। দিনে শনাক্ত হচ্ছে ৭শ জন। নেই মৃত্যুর মিছিল। থেমেছে লাফিয়ে লাফিয়ে শনাক্ত হওয়া। ১০০ দিন পর আজ উঠে যাচ্ছে লকডাউন। প্রথম ধাপে ঘর থেকে বের হতে পারেন অন্তত ৩ লাখ নাগরিক।নিউইয়র্কের গভর্নর এবং মেয়র দাবী করেছেন করোনা নিয়ন্ত্রনে দৃস্টান্ত স্থাপন করেছে নিউইয়র্কের বিভিন্ন বিভাগ।

ওয়ার্ল্ডোমেটারের তথ্যঅনুযায়ী যুক্তরাস্ট্রে এখন শনাক্ত ২০ লাখ ৭হাজারের উপরে। মৃত্যু ১ লাখ ১২ হাজার ৪৬৯ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজারের উপরে।

গত ২৪ ঘন্টায় মৃত্যু মাত্র ৩৬৫ জন। নিউইয়র্কে মৃত্যু মাত্র ৪১ জন। শনাক্ত ১ হাজার ২৪ জন। তবে কিছু অঙ্গরাজ্যে বেড়েছে শনাক্ত হওয়ার সংখ্যা। এমনকি চলমান আন্দোলনে অংশগ্রহনকারীরাও শনাক্ত হচ্ছেন এমন খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় শনাক্ত ২৫ হাজার প্রায় যা স্বস্থিকর নয়। তবে একদিনে সুস্থ হয়েছেন প্রায় ১০ হাজার।

আগামী শুক্রবারে জ্যাকসনহাইটসে বাংলাদেশীদের উদ্যোগে টেস্টিং অনুস্টিত হবে। এর পুর্বে ব্রুকলীনে আয়োজিত টেস্টিং ক্যাম্পে ৪ শতাধিক বাংলাদেশী অংশ নেন।

এদিকে করোনার ভ্যাক্সিন নিয়ে আশাবাদ সৃস্টি হয়েছে। মর্ডানা নামের একটি কোম্পানী অনেকদুর এগিয়ে গেছে বলে জানা গেছে। ৩/৪ মাসের মধ্যে ভ্যাক্সিন বাজারে চলে আসার সম্ভাবনা রয়েছে বলে দাবী করছেন সংশ্লিস্টরা।

চলমান শান্তিপূর্ন আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। বর্নবৈষম্যের আন্দোলন এখন রাজনৈতিক আন্দোলনে রুপ নিচ্ছে।

আলোচনায় গুরুত্ব পাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সফলতা-ব্যর্থতার ইস্যু। প্রতিটি রাজ্য, ছোট বড় শহর এখন মিছিল, সমাবেশের শহর। রাস্তায় জনতার ঢল নামছে স্বতঃস্ফুর্তভাবে।

এসব কর্মসূচীতে অংশ নিচ্ছেন সাদা-কালো মানুষ। বড়দের সাথে যুক্ত হচ্ছেন শিশুরা। টানা ১২ দিন ধরে চলা এই আন্দোলনে স্বাভাবিক জীবন স্থবির হয়ে আছে।

এদিকে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার টাইম টেলিভিশনের এক অনুষ্ঠানে করোনায় তাদের কর্মকান্ড তুলে ধরে আনডকুমেন্ড বাংলাদেশীদের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930