শিরোনামঃ-

» ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২৩ | রবিবার

বর্তমান সমাজের প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরে ঘরে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে

ডেস্ক নিউজঃ

৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলার যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীর হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজের প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরে ঘরে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই সমাজে মানবাধিকার লঙ্ঘন হবে না। বিশ্ব আজ যেভাবে মানবাধিকার লঙ্ঘ হচ্ছে তা সমাজ ও দেশের জন্য অনেক ক্ষতিক্ষর।

বর্তমানে দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে বাজারে ব্যবসায়ীরা ও কালোবাজারীরা মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছেন। তাঁদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।

বক্তারা দেশে মানবাধিকর ফিরিয়ে আনতে সমাজ ও দেশের সর্বস্থরের জনগণের প্রতি আহবান জানান।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় বিএমবিএফ এর সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এবং জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদার এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম এ হান্নান, বিএমবিএফ এর সিলেট বিভাগের সিনিয়র সহ সভাপতি এম আসাদুজ্জামান, সিলেট জেলা সভাপতি আশরুফুর রহমান চৌধুরী, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মনির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ তুহেল মিয়া, বিএমবিএফ এর যুগ্ম মহা সচিব আলহাজ্ব মতিউর রহমান শাহীন, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএমবিএফ এর সিলেট মহানগর সভাপতি মির্জ রেজওয়ান বেগ, সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, বিভাগীয় সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, এডভোকেট সাজ্জাদুর রহমান, সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম এ মতিন, রুহিন চৌধুরী ফরহাদ, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, সহ মহিলা সম্পাদিকা জাহানারা বেগম, আখলাক হোসেন, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, মৌলভী আবুল কালাম দুলাল, আব্দুল ওয়াদুদ, সিলেট বিভাগীয় সদস্য সাহেদা আক্তার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, ডা. হোসেন রাজা, আব্দুর রহিম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আফরুজ তালুকদার।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩১ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30