শিরোনামঃ-

» কোয়ারেন্টাইন সিল নিয়ে সরাসরি এয়ারপোর্ট থেকে প্রবাসী জিন্দাবাজার ব্যাংকে

প্রকাশিত: ২৩. মার্চ. ২০২০ | সোমবার

নিজস্ব রিপোর্টারঃ

বিদেশ থেকে দেশে আসার কারণে প্রত্যেকের হাতে লাগিয়ে দেওয়া হয় কোয়ারেন্টাইনে থাকার জন্য সিল। অর্থাৎ তিনি যেখানে থাকবেন সেখান থেকে বাইরে কোথাও বের হতে পারবেন না বা কোয়ারেন্টাইনের সব নিয়ম মেনে চলবেন। কিন্তু এ নিয়মের কোন তোয়াক্কা না করে হাতে সিল নিয়েই সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি টাকা তুলতে ব্যাংকে চলে আসেন আবদুল আউয়াল নামের এক প্রবাসী।

তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘোড়াকলি গ্রামের বাসিন্দা।

সোমবার (২৩ মার্চ) নগরের জিন্দাবাজারে অবস্থিত সোনালী ব্যাংকে যান আবদুল আউয়াল।

এসময় তার হাতে সিল দেখে ফটকে থাকা সিকিউরিটি ও পুলিশ সদস্যরা বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের জানান। পরে ওই প্রবাসীকে ব্যাংক থেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে ফিরিয়ে দেওয়া হয়।

ব্যাংক কর্মকর্তারা বিষয়টি সিলেট কোতয়ালী থানা পুলিশকে অবহিত করেন। পরে থানা পুলিশ ওই প্রবাসীকে নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দেন।

বিমানবন্দর সূত্র জানা যায়, বিমানবন্দর ইমিগ্রেশন থেকে ঐ প্রবাসীর হাতে কোয়ারেন্টাইনের সিল মেরে দেওয়া হয়। পরে ওই প্রবাসী একটি মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন।

এ বিষয় সম্পর্কে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সৌমেন মিত্র বলেন, যেখানে প্রবাসীদের অবাধে মেলামেশার বিষয়ে কড়া নজরদারি চলছে, সেখানে সরাসরি লোকসমাগমের মধ্যে প্রবাসীর আসার ঘটনা খুবই দুঃখজনক।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031