শিরোনামঃ-

» করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন : জুলিয়া জেসমিন মিলি

প্রকাশিত: ২৩. মার্চ. ২০২০ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে চেতনা যুব পরিষদের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড ওয়াস বিতরন করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) নগরীর আম্বরখানা বরকতিয়া সুপার মার্কেট এলাকায় চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েন-এর অর্থায়ানে মাস্ক ও হ্যান্ড ওয়াশ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় তথ্য অফিস-এর উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি।

মাস্ক ও হ্যান্ড ওয়াশ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে। ঘনঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড পরিস্কার করতে হবে।

এছাড়া যেখানে সেখানে থুথু না ফেলা বন্ধ, রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নেয়া এবং জনবহুল স্থানে ও গণপরিবহনে চলাকালে মুখে মাস্ক ব্যবহার করতে হবে।

এসময় আম্বরখানা সহ বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক মাস্ক, সাবান ও হ্যান্ড ওয়াশ বিতরন করা হয়।

চেতনা যুব পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল হাসিবের সভাপতিত্বে চেতনা যুব পরিষদের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সহ-সভাপতি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, আব্দুস সোবহান আজাদ, সহ-সাধারণ সম্পাদক এইচ এম কাওছার আহমদ, সহ-অর্থ সম্পাদক আমির উদ্দিন পাবেল, সাংগঠনিক সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ, তারেক মজুমদার, হাফিজ মো. আমিন উদ্দিন, এম এ মালেক খান শাফি, এম নূরুল ইসলাম, বোরহান উদ্দিন আহমদ প্রমুখ।

ক্যাপসন-চেতনা যুব পরিষদ জনসচেনতা বুদ্ধির লক্ষে মাস্ক ও হ্যান্ড ওয়াস বিতরন উদ্বোধন করেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৭৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031