শিরোনামঃ-

» শাহজালাল উপশহরে ট্রাক চলাচল বন্ধ ও প্রবেশমুখে গেইট স্থাপনের দাবি

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২০ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীর ২২নং ওয়ার্ড শাহজালাল উপশহরে ট্রাক চলাচল বন্ধের দাবিতে পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি ও প্রবেশমুখে গেইট স্থাপনের দাবিতে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে আবেদন করা হয়।

বুধবার (১৮ মার্চ) উপশহর এলাকার বাসিন্দারা পৃথক পৃথকভাবে স্মারকলিপি ও আবেদন করেন।

তারা উলে­খ করেন- সিলেট নগরীর শাহজালাল উপশহর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি সন্ধ্যার পর থেকে উপশহরের ভেতর দিয়ে দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা তামাবিলমুখী ট্রাক চলাচল করে। মাল বোঝাই ট্রাক সময়ে-অসময়ে উপশহরে প্রবেশ করায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

অধিক বোঝাই ট্রাক চলাচল করার কারনে বিল্ডিংগুলো কাপঁতে শুরু করে। ট্রাকের বিকট হরণে বাসার শিশুগুলো কান্না শুরু করে দেয়। হৃদরোগ সহ ওই এলাকার অসুস্থ মানুষরা মারাত্মক সমস্যার সম্মুখীন হন।

এছাড়াও পাথর সহ বিভিন্ন ধরনের মাল বোঝাই ট্রাক সময়-অসময়ে বেপরোয়াভাবে চলাচলের কারণে সন্ধ্যায় সৃষ্টি হয় যানজট, ঘটে বড়-ছোট অনেক দুর্ঘটনা।

এ ব্যাপারে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু তাও মানছেন না ট্রাক চালকরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সময়ে অসময়ে উপশহরের মধ্য দিয়ে ট্রাক চলাচল করায় অভিজাত এলাকা পরিণত হয়েছে ভুগান্তির এলাকা হিসেবে।

তারা আরো উলে­খ করেন- দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা ট্রাকগুলো সোবহানীঘাট হয়ে তামাবিল না গিয়ে উপশহরের দিকে ঢুকে পড়ে। অনুরূপ তামাবিল থেকে আশা মালবাহী ট্রাকগুলো সোবহানীঘাট হয়ে না গিয়ে শিবগঞ্জ থেকে উপশহরের দিকে ঢুকে রোজভিউ পয়েন্ট দিয়ে বের হয়। যার ফলে সময়ে অসময়ে উপশহরবাসী ভুগান্তিতে পড়তে হয়।

স্মারকলিপি অনুলিপি এসএমপি ডিসি (সাউথ), ট্রাফিকের ডিসি বরাবরে প্রেরণ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া উপশহরবাসীর দাবির সাথে একাত্মতা পোষন করেন এবং ওই এলাকা ট্রাক চলাচল বন্ধের জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদও এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

প্রবেশমুখে গেইট স্থাপনের দাবিতে স্মারকলিপি গ্রহণ করে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এলাকাবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থায়ী গেইট নির্মাণের নকশা প্রক্রিয়াধীন আছে। অচিরেই তা নির্মাণ করা হবে। তবে বর্তমানে ট্রাক বন্ধের জন্য অস্থায়ী গেইট নির্মান করতে এলাকাবাসীকে অনুমতি প্রদান করেন।

স্মারকলিপি ও আবেদনে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ, মুফতি মতিউর রহমান চৌধুরী, উপশহর ব্যবসায়ী সমিতি ই-এফ ব্লক এর সভাপতি অধ্যক্ষ শামীম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, উপশহরের বাসিন্দা সাইফুর রহমান, মো. নজরুল ইসলাম, জয়নুল ইসলাম, আছাদুর রাজা চৌধুরী, মো. হেলাউর রহমান, মাওলানা মো. শাহিনুর রহমান, আলহাজ্ব আব্দুস সামাদ, সৈয়দ তালিমুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031