শিরোনামঃ-

» মোবাইল চোরের ৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার ও বিপুল পরিমান মোবাইল উদ্ধার

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২০ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০, তাং-০৯/০১/২০২০খ্রিঃ, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড এর চোরাইকৃত মোবাইল সেট উদ্ধার ও আসামী গ্রেফতারের নিমিত্তে গত ০৫/০২/২০২০ খ্রিঃ তারিখ হতে গত ০৮/০২/২০২০খ্রিঃ তারিখ পর্যন্ত তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় এসআই শেখ মো. মিজানুর রহমান, এএসআই নোমান মিয়া সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশের সহায়তায় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় অভিযান পরিচালনা করে মোবাইল শোরুম চোর চক্রের চিহ্নিত ৪ সদস্যকে আটক করেন।

আটককৃত আসামীদের হেফাজত হতে সিলেট চৌহাট্টাস্থ আর এন টাওয়ারের স্যামসাং শোরুমের চোরাইকৃত বিভিন্ন কোম্পানীর বিভিন্ন মডেলের ৩৬টি মোবাইল সেট উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা।

আটককৃতরা হলেন: ১। মো. আরাফাত হোসেন (২৭), পিতা-মৃত আঃ রশিদ, মাতা-আম্বিয়া বেগম, সাং-শিববাড়ী, পোঃ কড়াইনগর, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মো. রুবেল শেখ (২৫), পিতা-মৃত ইজ্জত আলী শেখ, মাতা-আনোয়ারা বেগম, সাং-দক্ষিণ তেলীঘাতি, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমানে সাং-কলসিদিঘীরপাড়, দেলোয়ারের বিল্ডিং, রুম নং-০৩, পকেট গেইট, থানা-বন্দর, জেলা-চট্টাগ্রাম, ৩। মো. শফিকুল ইসলাম (৩০), পিতা-আব্দুল হক আকন, মাতা-মৃত সালেহা বেগম, সাং-ছোট শোলা, পোঃ বাশবুনিয়া, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, বর্তমানে সাং-মাইলেরমাথা, মনসুর বিল্ডিং ২য় তলা, রুম নং-৬, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম, ৪। রেজাউল ইসলাম (২৪), পিতা- মো. জিয়া হাওলাদার, মাতা- মোছাঃ রহিমা বেগম, সাং-পিসি বারইখালি, পোঃ গুলিশাকালি, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, বর্তমানে সাং-মাইলেরমাথা, ইমরানের বিল্ডিং ৪র্থ তলা, রুম নং-৬, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।

উল্লেখ্য যে, গত ০৭/০১/২০২০খ্রিঃ তারিখ দিবাগত রাত সিলেট চৌহাট্টাস্থ আর এন টাওয়ারের স্যামসাং শোরুমে একটি চুরির ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০, তাং-০৯/০১/২০২০খ্রিঃ, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

আটককৃত আসামীগণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে সত্যতা স্বীকার করে।

ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আটককৃতদের উল্লেখিত মামলায় বিধি মোতাবেক অদ্য ০৯/০২/২০২০খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930