শিরোনামঃ-

» মণিপুরী মানবকল্যাণ সংস্থা শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০২০ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

চায়ের দুদটি পাতা একটি কুঁড়ির ভাঁজে চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক সামান্য মজুরী দিয়ে কাটে কষ্টের জীবন। হাড় কাঁপানো শীতে জোঁক-ছোবলে জর্জরিত চা শ্রমিকদের সারা জীবনই কেটে যায় রোগে-শোকে। জীর্ণ কুটিরের ততোধিক জীর্ণ ছাউনি ভেঙ্গে শীতে কুটিরের বেড়ার হাজারো ছিদ্রের ভেতর দিয়ে বয় পাহাড়ি থেকে আসা কনকনে উত্তুরে হিমেল হাওয়া। বাগানের হতদরিদ্র চা জনগোষ্ঠীর শ্রমিকদের সাপ্তাহিক সামান্য মজুরী দিয়ে পেট চলবে নাকি গরম কাপড় জুটবে তা কেবলই সুস্থ মস্তিষ্কের বিবেকে প্রশ্ন ওঠে বারবার।

বিবেক ও মানবতার দ্বার খুলে দিতে “উষ্ণতার ছোঁয়ায় মানবতার জয়” স্লোগানে প্রতি বছরের মতো শীতে কষ্ট পোহানো প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবের জন্য এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন মণিপুরী মানবকল্যাণ সংস্থা। তাদের সেবামূলক প্রকল্পের মাধ্যমে “শীতার্তদের পাশে সৌহার্দ্য (সিজন-২)” উদ্যোগ নিয়ে শীতার্তদের পাশে উষ্ণতার উপহার হিসেবে কমলগঞ্জ উপজেলার অন্যতম হামহাম জলপ্রপাত রোডের কুরমা সীমান্ত ফাঁরির চাম্পারায় চা বাগান ও কলাবন বাগানে চা শ্রমিকদের মধ্যে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে শীতবস্ত্র বিতরণ করেছে।

সীমান্তবর্তী হওয়ায় তেমন কোন সুবিধা কপালে জুটে না এই বাগানের দরিদ্র চা জনগোষ্ঠী মানুষদের। শীতের কাপড় পেয়ে তাই খুশি মনে ফিরেছে শীতার্তরা।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মণিপুরী মানবকল্যাণ সংস্থা এর সদস্যবৃন্দ। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যারা সহযোগী হয়ে ইভেন্ট সার্থক করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন শীতবস্ত্র ইভেন্ট ম্যানেজমেন্ট সমন্বয়ক।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031