শিরোনামঃ-

» সিলেট জেলা ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০১৯ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর উদ্যোগে এক জরুরি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ২টায় দক্ষিণ সুরমা পারাইচক প্রধান কার্যালয়ে এই সভা হয়।

সিলেট জেলা ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মো.আব্দুল ছালাম, সহ-সভাপতি মো. জুবের আহমদ, যুগ্ম সাধারণ মোহাম্মদ আলী, আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক মো. সামাদ আহমদ, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য শরিফ আহমদ, আলী আহমদ, আব্দুল জলিল, আব্দুল মতিন, বিলাল আহমদ ছাড়াও ১৭ থানা আঞ্চলিক কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সিলেটে ট্রাক শ্রমিকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের হয়রানী বন্ধে সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। সকল ট্রাক পরিবহন শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স করা হচ্ছে, যাদের লাইসেন্স নেই তাদের অতিসত্ত¡র লাইসেন্স গ্রহণ করার জন্য জোর দাবী জানান। পাশাপাশি সিলেটের বিআরটিএ কর্মকর্তাদের শ্রমিক বান্ধব ও শ্রমিক হয়রানী থেকে বিরত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রয়োজনের অধিক মালামাল পরিবহণ থেকে বিরত থাকার নির্দেশ দেন। বক্তারা বলেন, আমরা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সরেজমিনে প্রত্যক্ষ করে দেখেছি সিলেট ট্রাক টার্মিনালের নামে চাঁদা উত্তোলন করা হচ্ছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এর সুষ্ঠু সমাধান না হলে শ্রমিকদের নিয়ে এসব চাঁদাবাজ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবহন শ্রমিকরা দেশকে এগিয়ে নেয়ার পেছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু সিলেট বিভাগের প্রায় পাথর কুয়ারিগুলো বন্ধ হওয়ার ফলে তারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। যে সব গাড়ির টেক্স ফিটনেস নেই, তাদের সকল গাড়ি প্রয়োজনীয় কাগজ করানোর জন্য আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930