শিরোনামঃ-

» বালাগঞ্জে আইন-শৃঙ্খলা, সমন্বয় কমিটি ও বিজয় দিবস প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার

বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটি, উপজেলা সমন্বয় কমিটি ও বিজয় দিবস প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিজয় দিবস ২০১৯ এর প্রস্তুুতি সভা এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর।

আলোচনায় অংশ নেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচাজ গাজী আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ার,,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক, পল্লী বিদ্যুৎ এর এজিএম কম মো. আব্দুল বাতেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকিব ভুইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা বেগম, প্রকল্প কর্মকর্তা প্রীতি ভুষন দাস, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্ত্তী, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, সাবেক চেয়ারম্যান এম এ মতিন, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুক্তার মিয়া, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আকরাম হোসেন, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ চক্রবত্তী, সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. আব্দুস শহিদ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক ফুটবলার আইনুর আহমদ রুমন, বালাগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবু হারে মো. মিছবাহ উদ্দিন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক খন্দকার আজিম উজ্জামান, আনসার বিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মোজাহিদ মিয়া, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদ গাজী, উপজেলা জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন, উপকৃষি কর্মকর্তা আবুল কাশেম হিমেল, একটি বাড়ি একটি খামারের মাঠকর্মী হাসান মাহমুদ, যুব উন্নয়ন অফিসের আব্দুর রহিম, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. আমির আলী, ঠিকাদার গোলাম কিবরিয়া রেদোয়ান, বালাগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নয়ন তালুকদার, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, সাধারন সম্পাদক রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা মাহবুব আলম তুহিন, টিপু সুলতান, কামরান মিয়া,আব্দুল কাদির জীবন, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি মো. কামরুল ইসলাম, ইউএনও সিএ মো. দারা মিয়া, অফিস সহকারী তোফায়েল আহমদ সহ প্রশাসনিক কর্মকর্তা।

সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও যুব সমাজদের বেকারত্ব দুরকরণ সহ বালাগঞ্জ উপজেলার সর্বত্র নদী, খাল-বিল থেকে অবৈধভাবে বস্তা জাল, কারেন্ট জাল বন্ধের ব্যাপারে আলোচনা হয়।

এছাড়া চুরি ডাকাতি বন্ধে বিভিন্ন বাজারগুলোতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। বিজয় দিবস উপলক্ষে মেলা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930