শিরোনামঃ-

» শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার আহ্বান এসএমপির

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০১৯ | শুক্রবার

নিজস্ব রিপোর্টারঃ

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে উদ্যোগে শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে আগত পরীক্ষার্থী দের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য এবং ৫ স্থানে গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা ব্যবস্থা করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বেশ পুরনো। পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সমাগম ঘটে সিলেটে। আর এ সুযোগে কিছু অসাধু গাড়ি চালক ও হোটেল ব্যবসায়ী অতিরিক্ত ভাড়া হাঁকান।

এমনকি এ ধরণের ঘটনায় অতিথিপরায়ণ সিলেটবাসীর সুনাম ক্ষুন্ন হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চলে নানা আলোচনা। ক্ষোভ প্রকাশ করেন সিলেটের সচেতনমহল।

কিন্তু বর্তমানে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কঠোর হচ্ছে ব্যবস্থা গ্রহণ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

ইতোমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১৩টি নির্দেশনা সহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ বিজ্ঞপ্তিতে আগতদের সচেতনতায় বিভিন্ন নির্দেশনা দেয়ার পাশাপাশি হোটেল মালিক ও পরিবহন শ্রমিকদের প্রতি অতিরিক্ত ভাড়া আদায় না করে সৌজন্যমূলক আচরণ করার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অটোরিকশা শ্রমিক সমিতির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ মতবিনিময় সভায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে অটোরিকশা শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে।

ট্রাফিক বিভাগের এ অনুরোধে অটোরিকশা শ্রমিকরাও অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না বলে আশ্বস্ত করেন।

একই সভায় পরীক্ষা উপলক্ষে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের অতিরিক্ত গাড়িতে যাতে নগরীতে যানজট সৃষ্টি না হয় সে লক্ষ্যে গাড়ি পার্কিং করার জন্য ৫টি স্থান নির্ধারণ করে দিয়েছে ট্রাফিক বিভাগ।

উল্লেখিত এসব স্থানগুলো হলো-
১। হুমায়ুন রশীদ চত্বর-শিববাড়ী-পারাইচক রোডের পাশে।
২। চন্ডিপুল-ধরাধরপুর রোডের পাশে।
৩। কুমারগাঁও-তেমূখী-লামাহাজরাই রোডের পাশে।
৪। ইসলামপুর বাজার-সুরমা বাইপাস-বিকেএসপি রোডের পাশে।
৫। হুমায়ুন রশীদ চত্বর-ফেঞ্চুগঞ্জ সড়ক রোডের পাশে।

পরীক্ষার্থীদের বহনকারী গাড়িগুলো সকাল ৭টার ভিতর নগরীতে প্রবেশ করে নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থীদের নামিয়ে দিয়ে দ্রুত নির্ধারিত স্থানে এসে পার্কিং করার অনুরোধ জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক)।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপ-কমিশনার (ট্রাফিক) এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930