শিরোনামঃ-

» শ্রমিকদের শৃঙ্খলা ফেরাতে ও যানজট মুক্ত করণের লক্ষ্যে বিশেষ অভিযান

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০১৯ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

সি এন জি চালিত অটোরিক্সা শ্রমিকদের শৃঙ্খলা ফেরাতে ও গুরুত্বপূর্ণ স্থানে যানজট মুক্ত করণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় সিলেট সুনামগঞ্জ সড়কে তেমুখী পয়েন্টে ও মদিনা মার্কেট পয়েন্টে এ সচেতনতামূলক অভিযান চালান নেতৃবৃন্দ।

সকাল থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন- সিলেট জেলা সি এন জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-৭০৭ এর কার্যকরি সভাপতি জাকারিয়া আহমদ।

এসময় তাকে সহায়তা করেন ছিলেন- জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সহ-সভাপতি আব্দুল হামিদ, তোফায়েল আহমদ, কার্যকরি সদস্য মো. আলা আমিন, আম্বরখানা বাদাঘাট উপ-পরিষদের সভাপতি আব্দুল খালিক, সম্পাদক সেলিম আহমদ, আখালিয়া মদিনা মার্কেট আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আব্দুল হান্নান সহ স্থানীয় লাইনম্যানগণ উপস্থিত ছিলেন ও কার্যক্রমে অংশগ্রহণ করেন।

অভিযান শেষে সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-৭০৭ এর কার্যকরি সভাপতি জাকারিয়া আহমদ বলেন, যেন তেন ভাবে নির্দিষ্ট স্থানে ছাড়া যাত্রি উঠা নামা থেকে বিরত থাকা ও গাড়ি দাড় না করানো, গাড়ি চালনা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করা।

অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো সহ গাড়ির যাবতীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্র সাথে রাখা এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন ও উভয় স্থানে ইউনিয়নের পক্ষ থেকে ২ জন করে শৃঙ্খলায় নিয়োজিত জনবল বৃদ্ধি করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031