শিরোনামঃ-

» ক্যামব্রিজে পড়ে ইঞ্জিনিয়ার হতে চায় সিলেটের রাহিন চৌধুরী

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৯ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ইউকে প্রতিনিধিঃ

এবারের জিসিএসই পরিক্ষায় চমৎকার ভালো ফলাফল অর্জন করেছে বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকনীর ব্রিজ একাডেমির ছাত্র রাহিন চৌধুরী।

সে ৪টি বিষয়ে এ ডাবল স্টার ও বাকী বিষয়গুলোতে এ স্টার লাভ করেছে।

সে পূর্ব লন্ডনের আল ক্বিবলা ট্রাভেলস এর পার্টনার মাহবুবুর রহমান চৌধুরীর একমাত্র ছেলে।

মাহবুবুর রহমান চৌধুরীর জন্মস্হান সিলেটের ওসমানীনগর উপজেলার বড় দিরারাই গ্রামে।

পুত্রের ভালো ফলাফলে গর্বিত পিতা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট বাংলা নিউজকে বলেন, কোন প্রকার টিউশন ছাড়াই তার একক প্রচেষ্টায় সে এই ভালো ফলাফল অর্জন করেছে।

তিনি আরো বলেন- অধ্যাবসায় মানুষকে সাফল্য এনে দেয়। লেখাপড়ায় সে খুব মনোযোগী ছিলো। তাই, সে ভালো ফলাফল করতে পেরেছে।

তিনি তাঁর স্ত্রী আমিনা খাতুনের প্রশংসা করে বলেন- ছেলের ভালো ফলাফলের পুরো কৃতিত্বটুকু তাঁর স্ত্রী আমিনা খাতুনের।

তিনি বলেন, ব্যবসায় সময় দেয়ার কারণে পরিবারের সদস্যদের যথেষ্ট পরিমাণ সময় দেয়া সম্ভবপর ছিলো না। সন্তানদের এ সময়টুকু দিয়েছেন তাঁর স্ত্রী আমিনা খাতুন। তিনি সন্তানদের কঠোর নজরদারিতে রাখতেন। সন্তানদের তিনি রুটিন মাফিক কাজ করা শিখিয়েছেন। সময়মতো স্কুল, সময়মতো লেখাপড়া, সময়মতো খেলাধুলা, সময়মতো বিশ্রাম ইত্যাদি। লেখাপড়ার আগে কম্পিউটার গেইমকে প্রাধান্য দেননি।

তাই, সন্তানের এই ভালো ফলাফলের পেছনে তাঁর স্ত্রী আমিনা খাতুনের অগ্রনী ভূমিকা রয়েছে।

তিনি বলেন, তাঁর ছেলে রাহিন ক্যামব্রিজে পড়াশুনা করে খ্যাতনামা ইঞ্জিনিয়ার হতে চায়। দেশ বিদেশের সকলের কাছে তিনি তাঁর ছেলের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930