শিরোনামঃ-

» হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রোটারি ক্লাবের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রকাশিত: ২২. আগস্ট. ২০১৯ | বৃহস্পতিবার

নিজস্ব রিপোর্টারঃ

হিজড়া জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর গোষ্ঠী হিসেবে পরিচিত। সমাজসেবা অধিদফতরের জরিপমতে বাংলাদেশে হিজড়ার সংখ্যা প্রায় ১০ হাজার। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি তাদেরকে সমাজের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্তকরণের লক্ষ্যে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ আগষ্ট) সিলেট হিলটাউন রোটারি ক্লাব তাদেরকে একটি ভ্যান গাড়ি সরবরাহ করে। এর মাধ্যমে হিজড়া জনগোষ্ঠীর একটি দল নিজেরা খাদ্য প্রস্তুত করে তা বাজারজাত করবে। এতে করে তাদের জীবনমানের উন্নয়ন হবে বলে আমি আশা করেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর আতাউর রহমান পীর

উক্ত ভ্যান গাড়ির মূল্য রোটারি জেলা ৩২৮২ এবং রোটারি ক্লাব অব সিলেট হিল টাউন প্রদান করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930