শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এড. সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০১৯ | বুধবার

নিজস্ব রিপোর্টারঃ

অদ্য বুধবার (৭ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট আয়কর আইনজীবী প্রয়াত এডভোকেট সুপ্রিয় চক্রবর্তীর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন এডভোকেট মো. আবুল ফজল। সঞ্চালনায় ছিলেন বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান। শোকসভায় পবিত্র গীতা পাঠ করেন- তুষার রায়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাইদ সোহেল।

সভায় বক্তারা উল্লেখ করেন- প্রয়াত মি: এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী ১৯৭৪ সালে সিলেট জেলা কর আইনজীবী সমিতি গঠনের সময় প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মৃত্যুর পূর্ব পর্যন্ত মি: এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ১৯৯৬ ও ১৯৯৭ সালে পরপর দুইবার সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

প্রয়াত মি: এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি আইন পেশার পাশাপাশি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।

প্রয়াত মি: এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী স্বেচ্ছায় তাঁর মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তাঁর চক্ষু সন্ধানীতে দান করে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী মানবাধিকার নেত্রী ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা

এডভোকেট সুলতানা কামাল এবং একমাত্র কন্যা সুদেষ্ণা চক্রবর্তী দিয়া সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান।

ব্যক্তিগত জীবনে প্রয়াত মি: এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী ছিলেন অত্যন্ত শান্ত, বিনয়ী, সদালাপী ও বন্ধুবৎসল স্বভাবের।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কর অঞ্চল সিলেটের যুগ্ন-কর কমিশনার পংকজ লাল সরকার ও শাহেদ আহমদ চৌধুরী, উপকর কমিশনার কাজল সিংহ।

আরো বক্তব্য রাখেন- সিলেট জেলা কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, মৃত্যুঞ্জর ধর ভোলা এডভোকেট, মো. শফিকুর রহমান, মুজিবুর রহমান শাহীন, পরীক্ষিত এন্দ রনি, বিধু ভূষণ ভট্রাচার্য, মো. কামাল আহমদ, রামানজ দাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিরাজুল হোসেন আহমদ, মো. আলী খোকন, নির্মলেন্দু রায় পাপ্পু, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, এডভোকেট সুধাংশু ভূষণ ত্রিবেদী, আ স ম মুবিনুল হক শাহীন, এডভোকেট বিপ্লব চক্রবর্তী, এডভোকেট কমলেন্দু ভট্রাচার্য, এডভোকেট অভিজিৎ সেন, এডভোকেট ফরহাদ হোসেন খাঁন, ইফতিয়াক হোসেন মঞ্জু, মো. মাজাহারুল হক, আসাদুর রহমান তারেক, এডভোকেট বাবলো ভৌমিক, মোখলেছুর রহমান প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930