শিরোনামঃ-

» ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে দারেয়কৃত মামলা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২৩. জুলাই. ২০১৯ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত।

মঙ্গলবার (২৩ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং সচেতন নাগরিকবৃন্দের এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক এহসানুল হাদী রুম্মানের সভাপতিত্বে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সামছুল আরিফিনের পরিচালনায় বক্তব্য রাখেন সাওন ইমন, আলী আকবর, জালাল উদ্দিন, মাসুদ আহমদ, আরিফ হোসাইন, আবির আহমেদ, ফরহাদ হোসেন।

উপস্থিত ছিলেন- হাসান আহমদ, শাকিল আহমদ, কাজী পলাশ, রেজওয়ান আহমদ, আকাশ আহমদ, তারেক আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে দেশের বৃহত্তর স্বার্থে তার নিরাপত্তা জোরদার করুণ। সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্তা করুণ। যে ব্যক্তিস্বার্থে হাসিলের জন্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছে তাকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান বক্তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930