শিরোনামঃ-

» ২৩ জুন সিলেট বিভাগ ও বি-বাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

প্রকাশিত: ১২. জুন. ২০১৯ | বুধবার

স্টাফ রিপোর্টারঃঃ সিলেট, বি-বাড়ীয়া, হবিগঞ্জ ও সুনামগঞ্জ মালিক শ্রমিকের আয়োজন পরিবহণ শ্রমিকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১২ জুন) সকাল ১১টায় দক্ষিণ সুরমাস্থ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি ১৪১৮ এর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি ১৪১৮ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ এর সাধারণ সম্পাদক নুরুল হক, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহণ সাধারণ সম্পাদক শামীম আহমদ, মৌলভীবাজার জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ, সিলের জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর কবির পলাশ, হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বি-বাড়ীয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কার্যকরী সভাপতি ওমর ফারুক জীবন, বি-বাড়িয়া জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া, সুনামগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল, বি-বাড়ীয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতি রোড কমিটির সম্পাদক নিয়ামত খান, বি-বাড়ীয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী জসিম উদ্দিন জমশেদ, সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: নুর উদ্দিন, সুমামগঞ্জ জেলা অটোরিক্সা বেবীট্রেক্সী শ্রমিক ইউনিয়ন ১৬৯৩ এর সভাপতি আপ্তাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা অটোটেম্পু ইমা লেগুনা ইউনিয়নের সভাপতি মদুন মিয়া, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির নেতা আব্দাল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, গোলাম ফারুক, শংখ শুভ্র রায়, সফিকুর রহমান, ময়নুল হক, হাজী জিলু মিয়া, মতছির আলী, ইনছান আলী, মামুনুর রশীদ, আজাদ মিয়া, ইরণ মিয়া।

এছাড়াও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি ১৪১৮ এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি মো. রুনু মিয়া, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন রফিক, যুগ্ন-সম্পাদক মো. আব্দুল মুহিন, সহ-সম্পাদক মইনুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ সোনাফর আলী লাকী, কোষাধ্যক্ষ মো. সামছুল হক মানিক, সদস্য সোয়েব আহমদ, মো. আতিকুর মিয়া, মো. হাফিজুর রহমান হাব্বিব, মো. বাদল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন- গত ৩ জুন সিলেট-সুনামগঞ্জ রোডে বিআরটিসি যানবাহন চলার ফলে পরিবহন সেক্টরের ড্রাইভারদের জন-জীবনে আঘাত হেনেছে। পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা না করে হঠাৎ এ ধরনের হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ জানান পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দরা।

এ হঠকারী সিদ্ধান্তের ফলে মালিক ও পরিবহন শ্রমিকদের জন-জীবন মারাত্মকভাবে বিপর্যস্ত নেমে এসেছে। বিআরটিসি গাড়ি রাস্তায় চলাচল করতে ডিপু থাকার কথা থাকলেও থাকলেও সুনামগঞ্জে তা নেই। এমতা অবস্তায় আজ পরিবহণ সেক্টরকে বিলুপ্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে একটি স্বার্থান্বেষী মহল।

অনতিবিলম্বে সিলেট-সুনামগঞ্জ রোডে বিআরটিসি বাস চলাচল বন্ধ রাখার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।

আগামী ২২ জুনের মধ্যে এসব গাড়ি বন্ধ না রাখলে, ২৩ জুন থেকে সিলেট বিভাগ ও বি-বাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ঘোষণা দেন মালিক শ্রমিক নেতৃবৃন্দরা। সভায় নেতৃবৃন্দরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে লীজ তথা বাতিল করা, সড়ক কর্পোরেশন আইন ২০১৭ এর খসড়া এর ১৮ ধারা বাতিল করা, সড়ক ও মহাসড়কে চেকিংয়ের নামে শ্রমিক উপর বিশেষ করে ট্রাক শ্রমিকরদেরকে নির্যাতন বন্ধ করা সহ সাধারণ পরিবহণ শ্রমিকদের অযথা হয়রানী বন্ধের আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930