শিরোনামঃ-

» ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল দ্রুত বাস্তবায়নের দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন ও রবিবার অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০১৯ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে ২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে ৪র্থ প্রস্তুতি সভা এবং ২০১৯ খ্রীষ্টাব্দের ৪র্থ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে প্রধানমন্ত্রীকে সিলেট বিভাগের সর্বস্তরের নাগরিকবৃন্দদের পক্ষ থেকে চিকিৎসা ব্যবস্থা সহজ করে দেয়ার লক্ষে ২০১৮ খ্রীষ্টাব্দের ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিলেট নগরীতে ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিবন্দন জানানো হয়।

সভায় প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল দ্রুত বাস্তবায়নের দাবীতে আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও আগামী রবিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় প্রস্তাবিত সিলেট জেলা হাসপাতালের সামনের গেইট সম্মুখে ১ ঘন্টা অবস্থান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়।

যুব সংগঠক ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সহযোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখেন- রেজাউল মৌলা, দ্বিজেন্দ্র লাল শর্ম্মা, সৈয়দ রাসেল, মো. রমজান আহমদ শাকিল, মো. রুবেল মিয়া, বিজিত চন্দ, আলমগীর রিয়াদ, মো. মহিবুর রহমান মুহিব, মো. নিয়াজ কুদ্দুছ খাঁন, মো. সুলতান উদ্দিন চৌধুরী, ফয়সাল আহমদ, রিজবি আহমদ, মো. মকবুল চৌধুরী, নাহিদুল ইসলাম পারভেজ, মো. মাহবুব আলম, আরিফ আহমদ আরমান, মো. শফিকুল ইসলাম, হেলাল আহমদ, এবাদ উল্লাহ, আজমল হোসেন, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, মো. আব্দুল জব্বার শাহী ও মো. খালিক নুর।

সাংগঠনিক সভা থেকে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার জন্য সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানানো হয়। পাশাপাশি সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে এমনিতেই নগরীর নাগরিকদের চলাচলে মারাত্মকভাবে প্রতিকূলতা সৃষ্টি করা হচ্ছে। তদুপরি অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে আছে যারা, তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী ও মদদদাতাদের প্রতি ঘৃণা প্রদর্শনের লক্ষ্যে আগামী সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় জিন্দাবাজার পয়েন্টে প্রতিকী কুশপত্তলিকায় থু থু কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়।

আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও রবিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় প্রস্তাবিত সিলেট জেলা হাসপাতালের সামনের গেইট সম্মুখে ১ ঘন্টা অবস্থান কর্মসূচীতে সিলেট প্রেমী সর্বস্তরের নাগরিকবৃন্দদেরকে উপস্থিত থাকার জন্য সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031