শিরোনামঃ-

» সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে স্মরণ সভায় অধ্যক্ষ ড. আব্দুল্লাহ

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৯ | মঙ্গলবার

রায়হানের অকাল মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক, সহজে ভুলা যাবেনা

স্টাফ রিপোর্টারঃ আমরা ভুলে গিয়েছিলাম আমরা মরে যাবো। আজকের এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে আসার পর সেটি মনে হলো। সন্তান কিংবা বাবা-মা বা তার সহকর্মীরা যদি দোয়া করে তার বেহেস্ত কামনা করে এই দোয়াটাই তার কাছে পৌছাবে আর কিছু না। রায়হানের অকাল মৃত্যু আমাদের জন্য বেদনাধায়ক, সহজে ভুলা যাবেনা। সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী মো. সামছুল ইসলাম রায়হানের স্মরণে আজ মঙ্গলবার (২ এপ্রিল ২০১৯) সকাল ১০টার সময় প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ড.মুহাম্মদ আব্দুল্লাহ।

সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি মো.নাঈমুল ইসলামের পরিচালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন- সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, মাহবুবুল আলম, সিভিল বিভাগের বিভাগীয় প্রধান মো.মুমতাজ উদ্দিন চৌধুরী, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান আ খ ম সাহাজ উদ্দিন, ইলেকট্রোমেডিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার উজ্জ্বল দাস গুপ্ত, মেকানিক্যাল বিভাগের শিক্ষক আব্দুর রউফ, মেকানিক্যালের শিক্ষক মো. আমিনুল ইসলাম, এস এম ফারুক হোসেন, কম্পিউটার বিভাগের শিক্ষক বশির আলম, রুকশানা নাহার প্রমুখ।

ইলেকট্রোমেডিক্যাল ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী আব্দুল মোমেনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া শোক সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- মো.আফজাল হোসেন, মো.রাকিবুল ইসলাম।

স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন রায়হানের বাবা মো.নুরুল ইসলাম এবং তার বোন মোছা.সেলিনা সুলতানা ও চাচা মো.খছরু মিয়া।

সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জামাল উদ্দিনের দোয়া পরিচালনার মধ্য দিয়ে উপস্থিত বক্তারা আরো বলেন- আজ রায়হানের জন্য আমরা উদ্যোগ নিয়েছি স্মরণ সভা ও দোয়া মাহফিল করার। যদি এই ধারাবাহিকতা অব্যাহত হয় কাল আমার বা অন্য কারোর মৃত্যু হলে তার জন্যও এরকম উদ্যোগ নেয়া হবে। আর আমরা যে শিক্ষার্থীর জন্য এরকম অনুষ্ঠান করবো যখন তার বাবা-মা দেখবেন আমার সন্তানের জন্য তার প্রতিষ্ঠানে তাকে স্মরণ করে শোক সভা করা হয়েছে অন্তত তখন তারা মন থেকে শান্তিটুকু পাবেন। যেই অর্জনটা হবে আমাদের সব শিক্ষার্থীর এবং তাদেরকে দেখে আমরাও অনেক খুশি হব। এই পৃথিবীতে আমরা যাই করিনা কেন যশ, খ্যাতি, সম্পদ কোন কিছুই থাকবে না শুধু রয়ে যাবে আমাদের ভালো ব্যবহার আর ভালো কাজ।

উল্লেখ্য যে, মো.সামছুল ইসলাম (রায়হান) (১৮) উক্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত সিভিল বিভাগের ২য় পর্বের সি-১ গ্রুপের একজন নিয়মিত ছাত্র।

সে গত ২৮ মার্চ বৃহস্পতিবার নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং রায়হানের রুহের মাগফিরাত কামনা করে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031