শিরোনামঃ-

» ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৯ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ “সহায়ক প্রযুক্তির ব্যাবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার” প্রতিপাদ্য নিয়ে সিলেটে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

এ উপলক্ষে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে হাসপাতালের অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

এতে হাসপাতালের সর্বস্থরের কর্মকর্তা কর্মচারী গণ অংশ নেন। র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে হাসপাতল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ডা. আর কে রয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তক্য রাখেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবপদ রায়, সকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন- ডা. অরুন কুমার বৈষ্ণব ( আর এস জেনারেল), ডা. সৈয়দ মুজর্তবা আলী (আর পি শিশু), ডা. শাহরিয়ার খলিল চৌধুরী (আরপি চক্ষু), সেবা তত্বাবোধয়াক শিউলী আক্তার , উপ-সেবা তত্বাবধায়ক রেনুয়ারা বেগম, বিএনএ’র সভাপতি শামীমা আক্তার, বিএনএ’র সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, তৃতীয় শ্রেনী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নিজাম উদ্দিন আহমদ, ৪র্থ শ্রেনী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জব্বার প্রমুখ ।

আলোচনা সভায় অটিজম সচেতনতা বিষয়ের উপর কী নোট উপস্থাপনা করেন ডা. মো. ইমদািদুল মাহফুর।

ডা. আফরোজা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডা. শ্রামল বর্মণ, ডা. আবু নাঈম মোহাম্মদ, ডা. বিপুল চন্দ্র ঘোষ, ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল, ডা. কৃষ্ণ কান্তি ভৌমিক, ডা. জাফরিন নাহিদ, ডা. সঞ্চিতা রানী সিংহ, ডা. কাওসার, পরিমল বণিক, পিএ রুহুল আমিন, ওয়ার্ড মাস্টার রওশান হাবিব, সাইফুল মালেক খাঁন, কিবরিয়া, আতাউর রহমান প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031