শিরোনামঃ-

» সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নতুন পরিচালনা পর্ষদ গঠন

প্রকাশিত: ০১. এপ্রিল. ২০১৯ | সোমবার

নিজস্ব রিপোর্টারঃ গত ২৭ জানুয়ারী ২০১৯ তারিখ এসএমসিসিআই এর ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট নিজাম উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে একটিমাত্র প্যানেল হওয়ায় নির্বাচন কমিশনার ঘোষিত প্যানেলকে নির্বাচিত ঘোষনা করেন এবং রবিবার (৩১ মার্চ) বেলা ২টার সময় এসএমসিসিআই এর কনফারেন্স হলে নির্বাচন কমিশনার এডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসএমসিসিআই এর ২০১৯-২০২১ মেয়াদের জন্য অফিস বিয়ারার নির্বাচনী সভা অনুষ্টিত হয়।

সভায় নবনির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিনা প্রতিদ্ধন্দিতায় ২০১৯-২০২১ মেয়াদের জন্য সভাপতি হিসেবে আফজাল রশীদ চৌধুরী, ১ম সহ-সভাপতি হিসেবে শফিউল আলম চৌধুরী ও সহ-সভাপতি হিসাবে মাওলানা খায়রুল হোসেন ও কোষাদক্ষ হিসেবে আলীমুছ ছাদাত চৌধুরী নির্বাচিত হন।

পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হচ্ছেন- পরিচালক সুমেয়াত নুরী চৌধুরী, মো. মুহিতুল বারী,জিয়াউল গণী আরিফীন, অজয় কুমার ধর,মাসুদ জামান, মো. সিদ্দিকুর রহমান, মো. জালাল উদ্দিন, মো. মাহবুবুর রহমান, মো. ইলিয়াছুর রহমান, রাজিব ভৌমিক, মো. শাহ আলম, শান্তনু দত্ত, মো. বদরুল ইসলাম, মো. আব্দুর রহমান রিপন, সাব্বির আহমদ, মো. মাহমুদুর রহমান, ইঞ্জিনিয়ার তানভীর সভায় নির্বাচনী বোর্ড ও আপীল বোর্ড এর সকল সদস্যবৃন্দ ও এসএমসিসিআই এর বিদায়ী পরিচালনা বোর্ডর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিদায়ী সভাপতি হাসিন আহমদ নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। তিনি বলেন আমরা আশা করবো এসএমসিসিআই এর নতুন নেতৃত্ব এসএমসিসিআই এর কর্মকান্ডকে আরো গতিশীল করবেন।আমি নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীন সফলতা ও মঙ্গল কামনা করছি।

সভায় নবনির্বাচিত সভাপতি আফজাল রশীদ চৌধুরী বলেন- আমাকে সভাপতি নির্বাচিত করায় এসএমসিসিআই এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে ধন্যবাদ। তিনি বিদায়ী পরিচালনা পর্ষদ ও বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্যদের সহযোগীতা একান্তভাবে কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031