শিরোনামঃ-

» জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহনাজ রহমত উল্লাহ’র ইন্তেকাল

প্রকাশিত: ২৪. মার্চ. ২০১৯ | রবিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশের সুপরিচিত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমত উল্লাহ মারা গেছেন।

শনিবার (২৩ মার্চ) রাতে বারিধারায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মৃত্যুর খবর পেয়ে তার বারিধারার বাসায় ভিড় করেন শিল্প সংস্কৃতি অঙ্গনের বহু মানুষ। রাত ২টার দিকে সেখানে ছিলেন শিল্পী শফিক তুহিন। বিবিসি বাংলাকে তিনি জানান যে রাত সাড়ে ১১টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন দেশের অন্যতম জনপ্রিয় এই শিল্পী।

অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাহনাজ রহমত উল্লাহ খ্যাতি পেতে শুরু করেছিলেন ষাটের দশকে শিশু বয়সেই। ১৯৫৩ সালে জন্মগ্রহণ করা এ শিল্পী মেধা, পরিশ্রম, আর কিছুটা ব্যতিক্রমী এবং পরিণত কণ্ঠের কারণে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন।

বিবিসির শ্রোতাদের ভোটে মনোনীত সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকাতেও ঠাঁই পেয়েছিলো তার ৩টি গান।

তবে গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং শাহনাজ রহমত উল্লাহ’র গাওয়া গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি তাদের দলীয় সংগীত হিসেবে বেছে নিলে কিছুটা বিতর্কের মধ্যেও পড়ে যান তিনি।

যদিও শেষ দিকে এসে এক সময় গানের জগত থেকে নিজেকে কিছুটা দুরে সরিয়ে নিয়েছিলেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। সুরকার আনোয়ার পারভেজ ও প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবাল শিল্পী শাহনাজ রহমত উল্লাহ’র ভাই।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930