শিরোনামঃ-

» নাগরিক জোট সিলেটের সভাপতি হুমায়ূন কবীর চৌধুরীর বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০১৯ | মঙ্গলবার

প্রবাসে গিয়েও হুমায়ূন চৌধুরী স্বদেশের জন্য কাজ করবেন : এপিপি শামসুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেছেন, সমাজ ও ভাটি বাংলা উন্নয়নে নাগরিক জোট সিলেটের সভাপতি হুমায়ূন কবীর চৌধুরীর ভূমিকা ছিল প্রশংসনীয়। সমাজের দুর্নীতিবাজদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। উন্নত জীবনের তাগিদে হুমায়ূন মাতৃভূমি ছেড়ে সুদূঢ় যুক্তরাজ্যে আগমণ করছেন। যুক্তরাজ্যে থেকেও হুমায়ূন চৌধুরী স্বদেশের জন্য কাজ করবেন- এটাই প্রত্যাশা।

তিনি সোমবার (১১ ফেব্রুয়ারি) নাগরিক জোট সিলেটের সভাপতি ও কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়নের সহ সভাপতি হুমায়ূন কবীর চৌধুরীর স্থায়ীভাবে যুক্তরাজ্যে গমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট নগরীর এক অভিজাত হোটেলে নাগরিক জোট সিলেট ও কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়নের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও নাগরিক জোট সিলেটের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ূম এবং অ্যাডভোকেট জাবেল চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক খালেদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আনোয়ারুল হক ফিরোজ, দৈনিক মানবজমিনের ক্রাইম প্রতিবেদক রুদ্র মিজান, প্রতিবন্ধি নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, মৌলভীবাজার সমিতির কোষাধ্যক্ষ আলিম উদ্দিন মান্নান, সমাজসেবী আনোয়ার চৌধুরী, সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির পৃষ্টপোষক নজরুল ইসলাম চুনু, ব্যবসায়ী এটিএম জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী জাবেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মোশাররফ হোসেন ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সামাউন চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন- এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদ, ড্রিম সিলেটের সম্পাদক শেখ আব্দুল মজিদ, সুরমা ভিউ’র সম্পাদক এমদাদুল হক সোহাগ, দৈনিক আমাদের নতুন সময় সিলেট অফিসের স্টাফ রিপোর্টার আহমেদ শামীম, নাগরিক জোট সিলেটের সহ-সভাপতি তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি শিক্ষানবীস আইনজীবী মাহবুব আলম চৌধুরী, সাবেক সভাপতি মাসুদ আব্দুল্লাহ চৌধুরী জামিল, সাধারণ সম্পাদক আসাদুর রহমান চৌধুরী শাহিন, সহ সাধারণ সম্পাদক সুজন চৌধুরী, নাগরিক জোট সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ, সিলেট পেইজের এডমিন রিয়াজ উদ্দিন টুটুল, জুম্মান আহমদ, ইয়াং স্টার ক্লাবের সভাপতি জাবেদ এমরান, কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়নের সদস্য মামুন চৌধুরী, আরহাম চৌধুরী, জুবের চৌধুরী, মহিম, হিফজুর রহমান চৌধুরী, ইমরান চৌধুরী, তানভির চৌধুরী, নাগরিক জোট সিলেটের সদস্য ফখরুল ইসলাম, হানিফ উদ্দিন, সামসুজ্জামান মাসুম, সাকিল আহমদ রাজ, জাকির হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৪ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31