শিরোনামঃ-

» জালালাবাদ ইউনিয়নের মানসীনগরে খন্দকার আব্দুল মুক্তাদির উঠান বৈঠক

প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০১৮ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন- আওয়ামীলীগ উন্নয়নের কথা বলে জাতিকে ধোকা দিয়ে যাচ্ছে। তারা উন্নয়নের সাইনবোর্ড ব্যবহার করে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তাদের ভয়াল থাবা থেকে বাদ যায়নি দেশের শিক্ষা ব্যবস্থাও। ঘরে ঘরে চাকুরী দেয়ার কথা বলে তারা ঘরে ঘরে কোটি কোটি যুবককে বেকার করে দিয়েছে। ন্যায্য দাবী চাইতে গেলে তরুন শিক্ষার্থীদের উপর সরকারের নির্মমতা হাতুড়ী পেটা জাতি কখনো ভুলবেনা। আওয়ামী প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে দেশে সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট অঙ্গিকারা বদ্ধ। দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী স্বদেশ গড়তে ধানের শীষে ভোট দিন।

তিনি মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানসীনগর গ্রামে বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ পরবর্তী উঠান বৈঠকে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা জঈনুদ্দিন মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, মহানগর উপদেষ্ঠা আব্দুস সালাম বাচ্চু, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, বিএনপি নেতা দিলোয়ার হোসেন দিলু মেম্বার, জামায়াত নেতা মাওলানা আলতাবুর রহমান, মাওলানা ইস্কান্দার আলী ও মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ।

সোবহানীঘাটে পথসভা: ধানের শীষের সমর্থনে নগরীর সোবহানীঘাট এলাকায় ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোমবার রাতে এক পথসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি হাবিব আহমদ চৌধুরী শিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুহাম্মাদ ইলিয়াস আলীর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-১ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, পেশাজীবি নেতা সাংবাদিক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, বিএনপি নেতা জিয়াউর রহমান দিপন, জাকির হোসেন তালুকদার, সোহেল বাসিত, নিজাম উদ্দিন বাবুল, সালেক আহমদ, মুজিবুর রহমান, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, যুবদল নেতা তোফাজ্জল হোসেন রুমেল, ছাত্রদল নেতা মাসরুর রাসেল, সুদীপ চৌধুরী কৃষ্ণ, অর্জুন ঘোষ, বাদল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031