শিরোনামঃ-

» প্রধানমন্ত্রী বরাবরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার স্মারকলিপি পেশ

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন বৈষম্য নিরসনের দাবীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট কর্তৃক কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচী মোতাবেক সোমবার (৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সিলেট জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম।

এ সময়ে উপস্থিত ছিলেন- সমিতির সিলেট জেলা কমিটির সিনি: সহ-সভাপতি নিকেতন দাস, সহ-সভাপতি আব্দুল আহাদ, মো. রফিক আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক মো. নুরুল আমীন, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি কল্যাণব্রত বিশ্বাস, জেলা যুগ্ম-সম্পাদক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল আলম রাজ্জাক, ওসমানীনগর উপজেলা সভাপতি মো. ফুল মিয়া, যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক বিমল দাস, জেলা প্রচার সম্পাদক মালেক আহমদ, জৈন্তাপুর উপজেলা সিনিয়র সহ-সভাপতি বিজেন চন্দ্র দেব, জেলা দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, জেলা সদস্য রঞ্জিত মোহন দাস, মো. জাকারিয়া, ফখরুল ইসলাম, সুমন চন্দ্র দেব, জামাল আহমদ প্রমূখ।

সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষকের বেতনস্কেলের ধাপের কোন ব্যবধান রাখেন নাই। কিন্তু বর্তমানে তিন গেডের ব্যবধান সৃষ্টি হয়েছে।

২০১৪সালের প্রথম দিক থেকে বিভিন্নভাবে আমরা বেতন বৈষম্য নিরসনের দাবী জানিয়ে আসছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়ে আসছি। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে মতবিনিময়ও করে আসছি।

২০১৫ সালের ১লা নভেম্বর বেতন বৈষম্য নিরসন কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মহোদয়ের সাথে আনুষ্ঠানিক বৈঠক করি।

২০১৭সালের ২৩-২৫ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচী পালন করি। ২৫ ডিসেম্বর বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় ও ডিজি মহোদয় আমাদেরকে নিরসনের আশ্বাস দিয়ে অনশন ভাঙান। কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবী যৌক্তিক থাকা সত্তেও তা মেনে নেওয়া হচ্ছে না।

আমাদের একটাই দাবী প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকের বেতনস্কেল নির্ধারণ। এই দাবী নিয়ে আজ আমরা শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বরণাপন্ন হচ্ছি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031