শিরোনামঃ-

» আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মশালা

প্রকাশিত: ১২. জুন. ২০১৮ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্র, গণতন্ত্র, রাজনীতি ও দলের গঠনতন্ত্র বিষয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের উদ্যোগে বাংলাদেশ আওয়ালীগ সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিয়ে “নারী ও যুব সমাবেশ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সে‍ামাবার (১১ জুন) সিলেট নগরীর উপশহরস্থ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট’র আঞ্চলিক কার্যালয়ে ইউএসএআইডি, ইউকেএইড’র সহযোগীতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন- রাষ্ট্র হচ্ছে একটি নির্দিষ্ট সীমায় স্থায়ীভাবে বসবাসরত মানব সম্প্রদায়। যাদের নিজস্ব সরকার আছে। জনগনের সর্মথনে সরকার গঠন হয় রাজনৈতিক দলের মাধ্যমে। প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে। প্রত্যেক নেতাকর্মীদের তার দলের গঠনতন্ত্র জানা উচিত।

বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর বেশির ভাগ নেতাকর্মীদের নিজ দলের গঠনতন্ত্র সর্ম্পকে ধারনা নেই। গঠনতন্ত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাজনীতির জন্য অপরিহার্য। তাই দলের ছাত্ররাজনীতি থেকে নেতা কর্মীদের গঠনতান্ত্রিক রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এছাড়া দলের অঙ্গসংগঠনগুলোর নেতা কর্মীদের এ বিষয়ে সুস্পষ্ট ধারণা দিতে হবে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের সাবেক রাজনৈতিক ফেলো ও বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য এডভোকেট তারান্নুম চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের ডেপুটি রিজিওনাল কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের ইর্ন্টান কানিজ ফাতেমা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের অফিস সহকারী আফজাল হোসেন ইমন, মিঠুন দত্ত প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031