শিরোনামঃ-

» ওসমানীনগরে মুজিবগনর দিবস পালিত

প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০১৮ | বুধবার

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের ওসমাীনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে ওসমাীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে তাজপুর নূর মিয়া বালিকা বিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য আবদাল মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষিকা হেলেন বেগম চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক চঞ্চল পাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আ’লীগ নেতা মামুনুর রশিদ খলকু, শিক্ষার্থী নওরিন চৌধুরী তিয়ন, মুমিনা বেগম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শাহ সুলতান আহমদ, ফায়ার ব্রিগেডের স্টেশন ইনচার্য ফজলুল হক, আ’লীগ নেতা রোটারিয়ান শাহ জামাল আহমদ, সাংবাদিক কবির আহমদ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মোহাম্মদ নূর মিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা বেগম তান্নি ও গীতাপাঠ করেন শিক্ষার্থী অনুপমা দাশ মুক্তি।

আলোচনা সভা শেষে ঐতিহাসিক মুজিবনগর দিসব উপলক্ষে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়।

 

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031