শিরোনামঃ-

» মহানগর বিএনপির মত বিনিময় সভায় টেলিকনফারেন্সে তারেক রহমান

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন- তৃনমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। অন্য যে কোন সময়ের তুলনায় বর্তমানে তৃনমূল নেতাকর্মীদের আরো বেশী ভুমিকা পালন করতে হবে। ছোট খাটো মত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে সরকারকে মোকাবেলা করতে হবে। মিথ্যা মামলার বেড়াজালে আবদ্ধ নেতাকর্মীদের মুক্ত করতে হবে। দেশ-জাতির এই কঠিন সময়ে আমাদের চলার শক্তি হচ্ছে জনগণ। দলীয় ঐক্য সুদৃর করে এবং জনগণের সমর্থন নিয়েই আগামীর সকল আন্দোলন সংগ্রামে সবাইকে ঝাপিঁয়ে পড়তে হবে। ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করতে তৃনমুল নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। দীর্ঘ এক যুগ পর টেলিকনফারেন্সে প্রিয় সিলেটের নেতাকর্মীদের সাথে কথা বলে ভাল লাগছে। ইনশাআল্লাহ আগামীতে সরাসরি আপনাদের সাথে কথা হবে। সেই দিন আর বেশী দুরে নয়। আমাদের বিজয় সুনিশ্চিত।

শুক্রবার (৬ এপ্রিল) আগামী ১০ এপ্রিলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয়, মহানগরের সংশ্লিষ্ট ওয়ার্ড সমুহ, অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে তারেক রহমান উপরোক্ত কথা বলেন। নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও, সিলেট বিভাগীয়, সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যৃবন্দ, ২৭ ওয়ার্ডের নেতৃবৃন্দ ও মহানগরের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন- গণতন্ত্রের মা দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। কিন্তু আমাদের শান্তিপুর্ণ আন্দোলন কর্মসুচী নিয়ে সমালোচনা হচ্ছে। আমরা সরকারের ফাঁদে পা দেব না। আগামী ৩/৪ মাসের ভিতরে আমরা আন্দোলন করবো এবং বিজয়ীও হবো ইনশাআল্লাহ। বিএনপি একটা নির্বাচনমুখী দল তবে কোন পাতানো নির্বাচনে বিএনপি পা দেবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে শেখ হাসিনা সরকারের অধীনে এদেশে কোন জাতীয় নির্বাচন হতে দেয়া হবেনা। যারা স্থানীয় নির্বাচনও সুষ্টুভাবে দিতে পারেনা তাদের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠ হবে তা জনগণ বিশ্বাস করেনা। এই সরকারের কাছে মানবতা ও শিষ্টাচার আশা করে লাভ নেই। তারা চায় যেভাবে তারা গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে সেভাবে শক্তি দিয়ে কেউ তাদেরকে বিদায় করুক। আমাদের শক্তি জনগণ। দলীয় ঐক্য ও জনগণের শক্তিতে বলীয়ান হয়েই আমরা সরকারকে ক্ষমতা থেকে বিদায় করবো। সেই শক্তি ও সামর্থ আমাদের আছে। যে কোন মূল্যে আগামী ১০ এপ্রিলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে হবে। এর মাধ্যমেই সরকার পতনের ধাপের সুচনা হবে।

মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের সুচীত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ড. মো. ইনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন- মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিটি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পুতুল, ওলামা দলের সভাপতি মাওলানা মঈনুদ্দিন ফয়েজ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া, জাসাস সভাপতি মুসা রেজা চৌধুরী, জিশিস মহানগর সভাপতি আব্দুল হাকিম, জাতীয়তাবাদী কর্মজীবি পরিষদের সাধারণ সম্পাদক ডা: মো: আব্দুস শহীদ সমীর, ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নজির হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন মজুমদার, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহেল বাছিত, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেলিম খান, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, ৬নং ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাদী মাসুম, ৯নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সেক্রেটারী হাফিজুর রহমান হানু, ১০নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান বুদুরি, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, ১৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, ১৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দিপন, ১৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ ইলিয়াছ আলী, ১৬নং ওয়ার্ড সভাপতি মোস্তাক আহমদ, ১৭নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান মঞ্জু, ১৮নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি মাসুক এলাহী, ১৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মওদুদুল হক, ২০নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক রায়হান বক্স রাজু, ২১নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি জাবেদ খান, ২২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল ফাত্তাহ বকশী, ২৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মামুনুর রহমান, ২৪নং ওয়ার্ড সভাপতি সৈয়দ বাবুল হোসেন, ২৫নং ওয়ার্ড সভাপতি মোতাহির আলী মাখন, ২৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ২৭নং ওয়ার্ড সভাপতি ওলীউর রহমান লয়লু প্রমুখ।

সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন- গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। যেকোন মুল্যে আগামী ১০ এপ্রিল সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সিলেটে বিভাগীয় সমাবেশ মাইল ফলক হিসেবে কাজ করবে। ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে বিভাগীয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031