শিরোনামঃ-

» নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল চট্রগ্রাম এর সদস্য (কর কমিশনার) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বলেছেন, প্রতিযোগিতায় বিশ্বে টিকে থাকতে হলে যোগ্যতার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের নৈতিক ও মননশীল শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন নবীগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি স্বনামধন্য উপজেলা। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উপজেলার মানব সম্পদকে আরো দক্ষ করে গড়ে তোলা নবীগঞ্জবাসী সহ সকলের দায়িত্ব।

শুক্রবার (৬ এপ্রিল) সন্ধা সাড়ে ৬ টায় দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. আব্দুল হাই চৌধুরী, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা. খালেদ মোহসিন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্র্ডিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম হাবিবউল্লাহ সেলিম, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্র ‘র সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুুজন’র জেলা কমিটির নির্বাহী সদস্য, সমিতির সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল করিম দলা মিয়া, এডভোকেট দেওয়ান মিনহাজ্ব গাজী, মদন মোহন কলেজের অধ্যাপক রজত কান্তি ভট্রাচার্য, সহিদুর রহমান সাফি, এডভোকেট জ্যোস্না ইসলাম, মো. আবু ইউসুফ, এডভোকেট আব্দুল কাইয়ুম চৌধুরী, মো.অলিউর রহমান নাহিদ, বয়েত উল্লা, মাহমুদ হাসান, মো. ফয়জুল হক, কবি নিলুফা ইসলাম নিলু, যুক্তরাষ্ট্র প্রবাসী মাহমুদা আক্তার, ডা. শাহ আজাদ আলী সুমন, রুহেল চৌধুরী, ছালেহ আহমদ, সৈয়দ আদিল প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআনে তেলাওয়াত করেন- হাফিজ মৌলানা শফিউল ইসলাম চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ২ লক্ষ ৪৬ হাজার টাকার শিক্ষা বৃত্তি এবং সম্মাননা সনদ প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031