শিরোনামঃ-

» প্যারিসে সারগাম শিল্পীগুষ্ঠির বসন্ত উৎসব

প্রকাশিত: ০৬. মার্চ. ২০১৮ | মঙ্গলবার

এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকেঃ ফ্রান্সে সারগাম শিল্পী গুষ্টির উদ্যেগে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। রবিবার (৪ মার্চ) বিকেলে প্যারিসের পখ দো ইবরির একটি হলে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। এ সময় সারগাম শিল্পীগুষ্ঠির ১৩ বৎসর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাওলাদার মোহাম্মদ শাহাদৎ রনির সভাপতিত্বে ও মনিরুল ইসলাম ভূঁইয়া এবং শিমুল হাওলাদারের  প্রাণবন্ত উপস্থাপনায় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব নির্জর অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্সের সভাপতি বেনজির আহমদ, সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন, ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান শারু, বরিশাল বিভাগ ফ্রান্সের সভাপতি মোতালেব খান, সমাজসেবী এসএইচ হায়দার, সুনাম উদ্দিন, আলতাফ হোসেন, হাসান সিরাজ, আলিমুর রেজা রবি, সুমন খান, আলী আক্কাস প্রমুখ।
বক্তব্য রাখেন, খন্দকার আতাউর রহমান বেনু, আজাদ আহমদ, মিরাজুল ইসলাম, মাসুদ হোসেন, রেজাউল খান, মশিউর রহমান, সাইফুল ইসলাম, রিপন আহমদ।
এ সময় বক্তারা বলেন- দীর্ঘ ১৩ বছর ধরে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সারগাম শিল্পী গুষ্ঠি যে, শুদ্ধ সংস্কৃতির ধারা অব্যাহত রাখছে তা প্রশংসার দাবি রাখে। এ যাত্রা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।
পরে শুরু হয় মনমাতানো সাংস্কৃতিক সন্ধ্যা। এতে নৃত্য, কবিতা, পুঁথি ও গান  পরিবেশন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যথাক্রমে হাওলাদার মুহাম্মদ শাহাদৎ রনি, এমিল ওয়াহিদ প্রবল, আতাউর রহমান বেনু, মুন্নি খন্দকার, অনামিকা, আজাদ আহমেদ, ঐন্দ্রী, মাইনুল ইসলাম, রিয়াজুল ইসলাম রিপন, যারা খান নোভা, সোমা দশ, হাছান আহমদ, কাব্য কামরুল, তানভিরুল ওয়ারা জ্যাকি, রণজিৎ বড়ুয়া, শরিফুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031