শিরোনামঃ-

» হযরত শাহ পরান (র.) বিদ্যালয়ের ৫০ বছর সূবর্ণ জয়ন্তি উদযাপন ও প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার

নিজস্ব রিপোর্টারঃ সিলেট নগরীর অদুরবর্তী খাদিমপাড়াস্থ ঐতিহ্যবাহী হযরত শাহ পরান (র.) উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সূবর্ণ জয়ন্তি উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে “প্রাক্তন ছাত্র পরিষদ” গঠনের লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট একটি “আহ্বায়ক কমিটি” গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টায় ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পূর্ব ঘোষিত প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হলে সকলের সর্ব সম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হুমায়ুন কবির চৌধুরীকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন (ব্যাচ সহ)-

১. আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী (১৯৭৩), ২. যুগ্ন-আহ্বায়ক দীলিপ কুমার নাথ (১৯৭৩), ৩. যুগ্ন-আহ্বায়ক আতিকুর রহমান (১৯৭৮), ৪. সদস্য সচিব এডভোকেট রঞ্জন কুমার ঘোষ (১৯৮৭), সদস্যবৃন্দ- ৫. আব্দুস সালাম (১৯৭৫), ৬. হোসাইন আহমদ দুলাল (১৯৮৬), ৭. আবুল খায়ের আলাল (১৯৮৯), ৮. ইকবাল হোসাইন (১৯৯০), ৯. শাহীনুর রহমান শাহীন (১৯৯১), ১০. এস এম কাবুল আহমদ (১৯৯২), ১১. রোটারিয়ান মো. কামাল আহমদ (১৯৯২), ১২. হারুন আল রশিদ (১৯৯২), ১৩. ফাহিম আহমদ চৌধুরী (১৯৯৩), ১৪. ইব্রাহিম আলী (১৯৯৩), ১৫. আব্দুল মুনিম (১৯৯৩), ১৬. তাজুল ইসলাম তাজ (১৯৯৩), ১৭. জাকির হোসাইন (১৯৯৩), ১৮. আনোয়ার আহমদ সাজু (১৯৯৩), ১৯. জয়নাল আবেদীন (১৯৯৫), ২০. কমর উদ্দিন (১৯৯৫), ২১. মো. জবরুল হোসাইন (১৯৯৮), ২২. শামীম আহমদ সুমন (১৯৯৮), ২৩. সেলিম আহমদ (২০০১), ২৪. হাসান ইকবাল রনি (২০০১), ২৫. ইকবাল আহমদ (২০০২), ২৬. মিজান (২০০৩), ২৭. সুব্রত চন্দ্র (২০০৬), ২৮. পংকী (২০১২), ২৯. সালমান (২০১৩), ৩০. অসিন (২০১৩) ও ৩১. ইন্দ্র (২০১৩)।

আহ্বায়ক কমিটির পরবর্তী সভা আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধা ৭ টায় শাহ পরান গেইটস্থ স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী ও সদস্য সচিব এডভোকেট রঞ্জন কুমার ঘোষ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930