শিরোনামঃ-

» বালাগঞ্জে দিলাবর হত্যায় চেয়ারম্যান সহ ৩২ জন কারাগারে

প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার

বালাগঞ্জ প্রতিনিধি, মোমিন মিয়াঃ বালাগঞ্জে দিলাবর হত্যা মামলায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩২জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৪র্থ) আদালত বালাগঞ্জ জিআর-৫০/২০১৭ইং মামলার এসব অভিযুক্তদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সুয়েব আহমদ ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট রেজাউল করিম চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বিকালে বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের স্থানীয় কিত্তে জালালপুর এবং পশ্চিম ইছাপুর গ্রামের দু’পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় পশ্চিম ইছাপুর গ্রামের মৃত নওশা মিয়ার পুত্র দিনমজুর দিলাবর (৪৫) সহ উভয় পক্ষে প্রায় অর্ধশত লোক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত দিলাবর সহ অন্যদের প্রথমে মৌলভীবাজার সদর হাপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সংকটাপন্ন অবস্থায় দিলাবরসহ অন্য কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ৫সেপ্টেম্বর রাত অনুমান ১২টায় দিলাবর মৃত্যুবরণ করেন।
এ ঘটনার পরদিন ৬ সেপ্টেম্বর পশ্চিম ইছাপুর গ্রামের বাসিন্দ ও সাবেক চেয়ারম্যান মো. শানুর মিয়া ওরফে শান উল্লাহর পুত্র মো. হাসান মিয়া (৩১) বাদী হয়ে কিত্তে জালালপুর গ্রামের বাসিন্দা, পর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন (৪০), একই গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান (৬৫) সহ ৪০ জনের নাম উল্লেখ করে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০২, তারিখ ০৬সেপ্টেম্বর ২০১৭ইং (জিআর-৫০ / ২০১৭ইং)। মামলা চলাকালে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনসহ আসামীগণ গত ২৭ নভেম্বর হাইকোর্ট থেকে চলতি বছরের ২২জানুয়ারি পর্যন্ত আগাম জামিন লাভ করেন।
কিন্ত অভিযুক্ত আসামীগণ নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হননি। পরবর্তীতে গতকাল বুধবার সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৪র্থ) আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের ম্যাজিস্ট্রেট লায়লা মেহের বানু জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সুয়েব আহমদ এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট রেজাউল করিম চৌধুরী।
পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন ওরফে এ মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানসহ জেল হাজতে প্রেরিত অন্য আসামীরা হলেন- আব্দুল হক, আব্দুল ছালিক, মো. কামাল হোসেন, সুয়েব ওরফে সুয়েব আহমদ, বাবুল মিয়া ওরফে বাবুল হোসেন, হান্নান মিয়া ওরফে আব্দুল হান্নান, জুয়েল মিয়া ওরফে মো. জুয়েল আহমদ, নিজাম উদ্দিন ওরফে মো. নিজাম, কামাল মিয়া, রুমন মিয়া ওরফে রুমন, আমির ওরফে মো. আমির উদ্দিন, জিলু মিয়া ওরফে মো. জিলুর রহমান, আলী, শাহিন মিয়া ওরফে শাহিন আহমদ, জাকারিয়া, শামীম মিয়া ওরফে শামীম আহমদ, ইছকন্দর ওরফে মো. ইছকন্দর আলী, দুরুদ মিয়া, আনছার মিয়া, লিটন মিয়া, কাওছার মিয়া ওরফে মো. কাওছার হোসেন, তোফায়েল মিয়া ওরফে মো. তোফায়েল আহমদ, নেছার মিয়া ওরফে মো. নেছার হোসেন, আলী, আলী আহমদ, গিয়াস মিয়া ওরফে গিয়াস, সুনা মিয়া ওরফে সোনাই মিয়া, মাহমুদ ওরফে মোহাম্মদ আলী, কবির মিয়া ওরফে কবির, আনছার মিয়া ওরফে আনছার আলী।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031