শিরোনামঃ-

» বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংগঠনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারের জন্মদিন উপলক্ষ্যে সিলেট মহানগর মানবাধিকার কমিশনের উদ্যোগে বুধবার (১০ জানুয়ারি) রাতে নগরীর দরগাহ গেইটস্থ ড. আর কে ধর হলে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের নির্বাহী সভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামূল কবির।

বিশেষ অতিথির বক্তব্য  বাংলাদেশ মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি ও সিলেট বিভাগীয় গভর্নর ড. আর কে ধর। মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি ফারুক আহমদ শিমূল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- মানবাধিকার কমিশন সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ রুস্তম মাসুদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন কমল।

বক্তব্য রাখেন- মানবাধিকার কমিশন সিলেট মহানগরের সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী, শাহাব উদ্দিন, আকরার বখত মজুমদার, ফখরুল আলম তালুকদার, সিলেট সদর উপজেলার সভাপতি শিশির রঞ্জন সরকার, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাবিবুর রহমান, নির্বাহী সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ আদিল, মহানগর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বশর সাকু, মাহবুব খান, জুমেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দেব দুলাল দে, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম চুনু, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুব কামালী, কার্যনির্বাহী সদস্য নাবিল বিন মোহাম্মদ মিজান চৌধুরী, নুরুল ইসলাম রাসেল, আব্দুল মুকিত, মো. মঈনুল ইসলাম, শেখ সুহিন মিয়া, মো. ফখরুল হাসান ইমন, বাবুল আহমদ, জুবের আহমদ, মো. শাহজালাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দীপ মোহন দাস, অর্নব দাস দীপ্ত, শওগাতুল আলম সগীর, খাইরুল ইসলাম, রুহিন চৌধুরী ফরহাদ, শফি উদ্দিন, রফিক আহমদ, মো. বাহার আহমেদ, জাকির হোসেন চৌধুরী, আবুূল হাসনাত হাসান, সাঈদ হাসান ইমন, ইয়ামিন চৌধুরী, ইসমাইল আলী, লিটন মিয়া, আবুল মোস্তাক, আব্দুস সালাম, নাছির উদ্দিন,  আফজাল আহমদ, আফছল আহমদ, এহিয়া হাসান তায়েফ, রমা কান্ত দে, জুবেল আহমদ, ফাহিম আহমদ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকরামূল কবির বলেন- দেশের কান্তিলগ্নে মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যেখানেই মানবাধিকার লঙ্গিত হচ্ছে সেখানেই মানবাধিকার কর্মীরা ঝাপিয়ে পড়ছে। মানবাধিকারের অতন্দ্র প্রহরী সব সময় মানুষের সেবা ও সহযোগিতার কাজে লেগে থাকেন। রাজন হত্যা, খাদিজা নির্যাতন সহ দেশের বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দরা সাফল্যের সাথে কাজ করেছেন। দেশের প্রতিটি ঘরে ঘরে এরকম মানবাধিকার কর্মী গড়ে তুলতে হবে এবং মানবাধিকার কর্মীদের দায়িত্ব নিয়ে দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তবেই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলা সম্ভব।

বক্তব্য শেষে প্রধান অতিথি সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মহাসচিবের দীর্ঘায়ূ কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031