শিরোনামঃ-

» নগরীর জেলরোডে সন্ত্রাসী হামলা ও ভাংচুর ॥ আহত ৪, সড়ক অবরোধ

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ নগরীর জেলরোড অটোরিক্সা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুঠপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারি ২০১৮) দুপুর সাড়ে ১২টার দিকে হানিফ, শাহীন, মুমিন, আনামত ও টিটুর নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী এই হামলা ও লুঠপাট চালায়। এসময় জেল রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা জেলরোড সড়ক অবরোধ করে রাখেন। ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান- সংঘবদ্ধ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জেলরোড সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে অবস্থারত সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি ৭০৭ এর অন্তর্ভূক্ত জেলরোড, শাহী ঈদগাহ শাখার নেতৃবৃন্দ ও চালকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা কয়েকটি অটোরিক্সা ভাংচুর করে।

সন্ত্রাসী হামলায় আহত হন জেলরোড শাহী ঈদগাহ শাখার আহ্বায়ক উজ্জল আহমদ, যুগ্ম-আহ্বায়ক ওহিদ মিয়া, সদস্য হাসান, বাবুল মিয়া, ম্যানেজার সেলিম।

অটোরিক্সা শ্রমিক নেতৃবৃন্দ জানান সন্ত্রাসীরা হামলা চালিয়ে উজ্জল আহমদের কাছে থাকা ৯৯’ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন জানান, জেলরোডে সিএনজি-অটোরিক্সা স্ট্যান্ডে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031