শিরোনামঃ-

» ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থার সফল উদাহরণ মুহিবুর রহমান একাডেমি

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন- শিক্ষার অধিকার সবার। শুধু পাঠ্যপুস্তক নয় নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষাও দিতে হবে।

আজকের শিশুরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব  দেবে। তাই তাদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকদের নৈতিকতার সাথে দায়িত্বপালন করতে হবে।

মুহিবুর রহমান একাডেমি আধুনিক শিক্ষার অন্যতম পথিকৃৎ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গণে মুহিবুর রহমান ফাউন্ডেশনে আয়োজিত মেধাবৃত্তি ও চিত্রাংকণ প্রতিযোগিতা আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একাডেমির শিক্ষক মো. কামরুজ্জামান ও তামান্না বেগমের যৌথ পরিচালনায় মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. মুহিবুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল হাদী সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমাদ দীন ডা. লুৎফুর রহমান, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ এম আর বুলবুল, সিলেট ইন্টার ন্যাশনাল ইউনির্ভাসিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব ও মুহিবুর রহমান একাডেমির প্রিন্সিপাল নুরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনশতাধিক বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রিদের মধ্যে সনদপত্র, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031