শিরোনামঃ-

» মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনির্বাণ শিল্পী সংগঠনের সংগীত, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ “চেতনায় শাণিত হোক শুদ্ধতার প্রয়াস”-এই স্লোগানকে সামনে রেখে অনির্বাণ শিল্পী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে চালিবন্দরস্থ বসন্ত মেমোরিয়েল স্কুল (বিশিকা)-তে আগামী ২২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দেশাত্ববোধক সংগীত, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে দেশাত্ববোধক সংগীত ক-বিভাগ ২য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী, খ-বিভাগ ৫ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী ও গ-বিভাগ ৮ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত।

আবৃত্তি ক-বিভাগ ২য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী (মুক্তিসেনা-সুকুমার বড়ুয়া), খ-বিভাগ ৫ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী (স্বাধীনতা তুমি-শামসুর রহমান) ও গ বিভাগ ৮ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত (স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো-নির্মলেন্দু গুণ। চিত্রাংকন (ইচ্ছেমত) ২য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী (পালতোলা নৌকা), খ-বিভাগ ৫ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী (গ্রাম বাংলার দৃশ্য) ও গ-বিভাগ ৮ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত (৭ই মার্চে ভাষণরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি)।

চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীকে রং পেনসিল ও বোর্ড আনতে হবে এবং আর্ট পেপার সংগঠনের পক্ষ থেকে সরবরাহ করা হবে।

বিস্তারিত জানতে- বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী, অনিবার্ণ শিল্পী সংগঠনের পরিচালক নৃপেন্দ্র দাস-০১৭১৮-৮৮৮০৭০৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031