শিরোনামঃ-

» জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক পার্টির আলোচনা সভা

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ বুধবার (৬ ডিসেম্বর) জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক পার্টি সিলেট জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় শ্রমিক পার্টি সিলেট মহানগর কমিটির আহ্বায়ক সাবেক মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম বরকত আলীর সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক পার্টি সিলেট জেলার সদস্য সচিব শামসুজ্জামান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক পার্টি সিলেট জেলা কমিটির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এম মুর্শেদ খান, জেলা শ্রমিক পার্টির যুগ্ম- আহ্বায়ক জালাল আহমদ, এস এম রফিক আহমদ, মহানগর জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম-আহ্বায়ক মো. বাবুল মিয়া, মো. সবুজ আহমদ, মো. মুজিবুর রহমান, মো. আরজু মিয়া, মো. জসিম আহমদ, মো. আহসান উল্লাহ, মো. কামাল আহমদ তালুকদার, মহানগর শ্রমিক পার্টির সদস্য সচিব ইউসুফ শেলু, জাতীয় পার্টি  নেতা মো. বজলুল হক চৌধুরী, মহানগর শ্রমিক নেতা আলমগীর হোসাইন, মো. আহসান মিয়া, মো. তাহের মিয়া, মো. আমিনুল ইসলাম, মো. তাহের মিয়া, জাতীয় শ্রমিক পার্টির মহানগরীর ১৭নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মো. কাজল মিয়া, সদস্য সচিব মো. কাশেম মিয়া, ২৬নং ওয়ার্ড আহ্বায়ক সঞ্জিত পাল, সদস্য সচিব শফিকুর রহমান শফিক, ১৯নং ওয়ার্ড আহ্বায়ক মো. আলী মিয়া, সদস্য সচিব রফিক ইসলাম, ১৮নং ওয়ার্ড আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব মো. নুরু মিয়া, ৫নং ওয়ার্ড আহ্বায়ক আক্তার হোসেন, ১নং ওয়ার্ড আহ্বায়ক আব্দুর রহিম, জাতীয় শ্রমিক পার্টি কানাইঘাট উপজেলা কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, সদস্য সচিব মো. কিবরিয়া, শ্রমিক নেতা বেলাল হোসেন, আব্দুল কাদির, আব্দুর রহিম, মো. আলী, রায়হান আহমদ, মো. কালা মিয়া, আনোয়ার হোসেন, মো. পায়েল আহমদ, মো. কাজল প্রমুখ।

বক্তারা বলেন- জাতীয় পার্টিতে যোগদান করে অন্যায়, দুর্নীতি, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। অতীতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বেই দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি সাধন সম্ভব হয়েছিল।

জাতীয় পার্টিই ৬৮ হাজার গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করে আগামী দিনে সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ে তুলবে। দেশের মানুষ এখন দুঃশাসনের পরির্বতন চায়।

দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদকে চায়। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিজয়ী করার জন্য এখন থেকেই জাতীয় শ্রমিক পার্টির নেতাকর্মীদের গর্জে উঠতে হবে।

এই বাংলাদেশের উন্নয়ন হয়েছে তার সিংহভাগই এরশাদের হাতে গড়া। এ দেশে ইসলামের জন্য কেউ যদি কিছু করে থাকেন তিনি হলেন এরশাদ।

দেশের মানুষ পরিবর্তন চায়। দেশের শান্তি চায়। দেশের মানুষ এখন পল্লীবন্ধু এরশাদকে আগামীদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। এখন থেকেই সকল এরশাদ সৈনিককে দলকে সংগঠিত করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031