শিরোনামঃ-

» প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সাথে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলার নেতৃবৃন্দের সাক্ষাত

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সাথে শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাক্ষাত করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা নেতৃবৃন্দ।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) বিজয় ভূষণ পাল, পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন। আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক তাহমিনা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।

উক্ত সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের নিকট শিক্ষকবৃন্দ তাদের দাবি দাওয়া উপস্থাপন করলে তিনি সহকারী শিক্ষকদের পদের গ্রেডআপ করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সাথে সিলেট জেলা নেতৃবৃন্দকে আলোচনা করার জন্য পরামর্শ প্রদান করেন।

আলোচনাকালে নিম্নলিখিত দাবিগুলো উপস্থাপন করা হয়। প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের পরবর্তী গ্রেডে উন্নতিকরণ, প্রধান শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে জটিলতা নিরসন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের পত্রটি অতি দ্রুত প্রত্যেক উপজেলায় প্রেরণ, টাইম স্কেল-ডিপিএড ও সিইনএড এর কর্তৃপক্ষ ডিপিওকে প্রদান, প্রাথমিক শিক্ষকদের পদকে নন ভেকেশনাল ঘোষণা করা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার ছুটি সমন্বয় করা, সকল শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণআদেশ দ্রুত উদ্যোগ গ্রহণ।

উক্ত দাবিগুলোর প্রতি মহাপরিচালক একমত পোষন করেন এবং দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় সিলেট জেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলার সভাপতি আ.হ.ম গোলাম রব হাসনু, সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, অর্থ সম্পাদক আতাউর রহমান, সহ সম্পাদক আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক শহিদুল্লাহ।

আরো উপস্থিত ছিলেন- সাবেক জেলা সভাপতি আবুল খায়ের, সুবাস দাশ, বিদ্যুৎ রঞ্জন দাস, এলিজা খান, বিপ্লবী পাল, অনিল শর্ম্মা, মতিউর রহমান, আব্দুর রব, আব্দুল কাইয়ূম, যাদবেন্দু পাল, হিমাংশু রায়, অনন্ত শীল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031